অ্যাপশহর

জুকারবার্গের শান্তির জলেওতরজা থামেনি রবি -রাহুলের

সিএ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সম্ভবত বিজেপিকেই জিততে সাহায্য করেছিল৷ আসলে তা হলে কাদের হয়ে কাজ করেছিল সিএ?’

EiSamay 23 Mar 2018, 11:14 am
এই সময়, নয়াদিল্লি: মার্ক জুকারবার্গ ক্ষমা চাইলেও চাপানউতোর কিন্তু চলছে৷ আর তাতে নতুন রসদ যোগ করেছেন কেমব্রিজ অ্যানালিটিকার (সিএ) ভারতীয় শাখার কো ফাউন্ডার অবনীশ রাই৷ তিনি বৃহস্পতিবার দাবি করেন, সিএ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সম্ভবত বিজেপিকেই জিততে সাহায্য করেছিল৷ কারণ, কংগ্রেসের সঙ্গে চুক্তি হবে ও সেইমতো কাজ শুরু হলেও যে প্রশ্নগুচ্ছ সংস্থাটি তৈরি করেছিল, তার পুরোটাই ছিল ইউপিএ-র বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে৷ অথচ তা নিয়মমতো কংগ্রেসের পক্ষে হওয়ার কথা৷ এর কিছু পরে একাধিক কারণে কংগ্রেসের সঙ্গে আর সংস্থাটির সঙ্গে কথা এগোয়নি৷ সিএ-র প্রধান আলেকজান্ডার নিক্স অবনীশকে জানান, তিনি শুধুই কংগ্রেসের বিষয়ে আগ্রহী৷ অথচ একটি বিশেষ বৈঠকে এক মহিলা উপস্থিত ছিলেন, যিনি নিজের পরিচয় দিয়েছিলেন, ‘আমি ক্লায়েন্টের তরফে এসেছি৷’ অবনীশ তাই বলছেন, ‘এর থেকে স্পষ্ট হয়ে যায়, ২০১৪ তে কংগ্রেসের সঙ্গে চুক্তির আগেই সিএ-র কোনও ‘ক্লায়েন্ট’ ছিল, যাদের হয়ে তারা কাজ করছিল৷ কংগ্রেস যেখানে আর এগোয়নি, সেখানে তা হলে এই ‘ক্লায়েন্ট’ কে? কেনই বা নিক্স সে কথা তাঁকে জানাননি? আসলে তা হলে কাদের হয়ে কাজ করেছিল সিএ?’
EiSamay.Com zuckerberg say sorry but rahu and ravi fighting continue
জুকারবার্গের শান্তির জলেওতরজা থামেনি রবি -রাহুলের


এ দিন এই প্রশ্ন তুলে বিষয়টিকে আরও রহস্যের করে তুলেছেন তিনি৷ এ দিকে, সোশ্যাল মিডিয়ার তথ্য চুরির অভিযোগ নিয়ে জল বরং আরও খানিকটা গড়িয়েছে৷ কেন্দ্রীয় আইন এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সাফাই, ‘আমি বিজেপির কেন্দ্রীয় অফিসে খোঁজ নিয়েছি৷ ওরা বলেছে, সিএ-র সঙ্গে দলের যোগ নেই৷ কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, গুজরাট বিধানসভা নির্বাচনে কংগ্রেস ওদের ব্যবহার করেছে৷ রাহুলের সোশ্যাল মিডিয়া প্রচারে ওদের হাত রয়েছে৷ গুজরাটে যে ভাবে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় প্রচার চলেছে, সেটা সিএ-র ধাঁচে৷’ কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে পাল্টা একগুচ্ছ প্রশ্ন করেছে৷ রাহুল নিয়ে রবিশঙ্করের অভিযোগের জবাবে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘দেশের আইন ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর অবস্থা দেখুন৷ অভিযোগ করা হচ্ছে ফেসবুকের তথ্য চুরির, আর উনি রাহুলের টুইটার নিয়ে কথা বলছেন৷’

এই বিতর্কে ঢুকে রাহুলও টুইট করে বলেছেন, ‘সমস্যা হল, ৩৯ জন ভারতীয় মারা গিয়েছেন৷ সরকার বিপাকে৷ তাদের মিথ্যা ধরা পড়ে গিয়েছে৷ এর সমাধান হল, কংগ্রেস ও তথ্য চুরির নামে গল্প বানাও৷ ফল হল, টিভি থেকে ৩৯ জন ভারতীয়র হত্যার খবর উধাও৷’ অর্থাৎ, মসুলে নিহত ভারতীয়দের হত্যার খবর ঢাকতেই রবিশঙ্কর প্রসাদ সিএ নিয়ে অভিযোগ করেছেন৷ অন্য দিকে, তথ্য চুরি নিয়ে এ দিন ফেসবুকের প্রতিষ্ঠাতা-প্রধান মার্ক জুকারবার্গ ক্ষমা চেয়ে নিয়েছেন৷ অন্য দিকে, ওবিআই এ দিন মেনে নিয়েছে সিএ তাদের সহযোগী সংস্থা৷ তবে রবিশঙ্কর বুধবার ইঙ্গিত দিয়েছিলেন যে, কংগ্রেসের বিরুদ্ধে আরও তথ্য ফাঁস করবেন৷ কিন্তু বৃহস্পতিবার তিনি বা বিজেপি নতুন করে কোনও অভিযোগ করেনি৷ কংগ্রেসও নয়৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল