অ্যাপশহর

মেট্রো চালালে ট্রেনিংয়েই ₹১৫ লাখ! আর চাকরি পেলে? শুনলে আঁতকে উঠবেন!!

নতুন প্রজন্মের মেট্রো ড্রাইভারদের জন্য এমনই অফার

EiSamay.Com 29 May 2017, 8:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বয়স কমপক্ষে ২০। ট্রেনিংয়ের সময় স্ট্রাইপেনই মিলবে প্রায় ₹১৫ লাখ। আর পাকা চাকরি হলে, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা বেতন। ব্রিটেনের যুবাদের জন্য এমনই চাকরির বিজ্ঞাপন দিয়েছে সরকার। ৩৫ হাজার পাউন্ডের বেতনের এই চাকরি আসলে মেট্রো রেল চালানোর।
EiSamay.Com you might be surprised how much this metro drivers earn
মেট্রো চালালে ট্রেনিংয়েই ₹১৫ লাখ! আর চাকরি পেলে? শুনলে আঁতকে উঠবেন!!


হ্যাঁ...ঠিকই পড়েছেন। নতুন প্রজন্মের মেট্রো ড্রাইভারদের জন্য এমনই অফার ব্রিটিশ সরকারের। উত্তর-পূর্বের ইংল্যান্ডের ৫টি জেলায় মেট্রো ড্রাইভারদের জন্য এই নিয়োগ চলছে। সেখানেই এই অফার দেওয়া হয়েছে।

সেখানে শর্তাবলীতে বলা হয়েছে, ট্রেন প্রতি ৩০০ জন যাত্রীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। ভোর ৪টে থেকে মধ্যরাত ১টা’র মধ্যে যে কোনও সময় কাজে আসতে হবে। এমনকী সপ্তাহান্তে ও ছুটির দিনগুলিতেও কাজ করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের মেডিক্যাল ও ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত বাছাই হলে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। তখন মিলবে ভারতীয় মুদ্রায় ১৫ লাখ। আর নিশ্চিত চাকরির পর তা ৩০ লাখের কাছাকাছি।

প্রসঙ্গত, উত্তর-পূর্বে বর্তমানে ৫০০ জন কর্মচারী রয়েছে মেট্রোর। ৬০টি স্টেশনে মোট ৫০০টি পরিষেবা দেওয়া হয়। গতবছর ৪ কোটি যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেছে। তাই বাড়তি চাপ কমাতে এবার চালক ও কর্মচারী বৃদ্ধির সিদ্ধান্ত মেট্রোর।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল