অ্যাপশহর

প্রকাশিত দুনিয়ার খতরনাক দেশগুলির তালিকা, ভারত কোথায় জানেন?

একই অবস্থান ভারত, পাকিস্তান ও চিনের

EiSamay.Com 18 Nov 2017, 5:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৮-তে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই শুরু। জোরকদমে না হলেও প্রাথমিক প্ল্যানিং অনেকেই সেরে ফেলেছেন। আর সেই প্ল্যানিং যদি দেশের বাইরের হয়, তাহলে আগে এই তালিকাটি দেখে নিন।
EiSamay.Com worlds most dangerous countries revealed
প্রকাশিত দুনিয়ার খতরনাক দেশগুলির তালিকা, ভারত কোথায় জানেন?


কারণ, প্রতি বছরের মতোই প্রকাশিত হল ‘বিশ্বের খতরনাকতম দেশগুলির’ তালিকা। WHO সহ বহু সংস্থার তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছেন আন্তর্জাতিক ‘SOS and Control Risk’ সংস্থা।

সমীক্ষা অনুযায়ী ৬৩% মানুষই মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশে বেড়ানো আগের মতো নিরাপদ নয়। বরং নিরাপত্তার অভাব ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আশঙ্কা বেশি থাকে।

বিপদের নিরিখে শীর্ষস্থানে অর্থাৎ খতরনাকতম দেশের তালিকায় রয়েছে সিরিয়া, লিবিয়া, সিয়েরা লিয়ন, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, দক্ষিণ সুদান। এই দেশগুলিতে পর্যটকদের জন্য বিপদ সবচেয়ে বেশি বলে রিপোর্টে প্রকাশ। এই দেশগুলিতে পর্যটকদের না যেতেই পরামর্শ দিয়েছে ওই সংস্থা।


ছবি সৌজন্য: ট্র্যাভেলরিস্কম্যাপ.কম

এরপর রয়েছে, খতরনাক দেশগুলি। এই তালিকায় রয়েছে, ঘানা, নাইজিরিয়া, আইভরি কোস্ট, চাদ, তানজেনিয়া, কঙ্গো, মালি, আলজেরিয়া, উজবেকিস্তান, জর্জিয়া, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, তাসখন্দ, সুদান, উগান্ডা, তানজিনিয়া, জাম্বিয়া, ক্যামেরন, নিউ গিনি, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল এবং বাংলাদেশ। এই দেশগুলিও খতরনাক হলেও রেড অ্যালার্ট জারি হয়নি।

এরপর রয়েছে ‘দিন দিন বিপদ বাড়ছে’ এমন দেশের তালিকা। এই তালিকায় যৌথ জায়গা ভাগ করে নিয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে রয়েছে, রাশিয়া, ব্রাজিল, চিন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, আর্জেন্টিনা, ইরান ও কেনিয়া। তালিকার রিপোর্ট অনুযায়ী, এই দেশগুলিতে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ক্রমবর্ধমান।

এরপর তালিকায় রয়েছে ওই দেশগুলি, যেখানে পর্যটকদের জন্য বিপদের মাত্রা মাঝারি। তালিকায় রয়েছে মরোক্কো, গ্রিনল্যান্ড, ইজিপ্ট, সৌদি আরব, ওমান, ইউক্রেন, রোমানিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, প্যারাগুয়ের মতো দেশ।

এবং তালিকার শেষে অর্থাৎ সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে রয়েছে, চিলি, উরুগুয়ে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, টার্কি, আইসল্যান্ড, স্পেন, ব্রিটেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড কানাডা এবং আমেরিকা।

এই ম্যাপ দেখে নিয়েই এবার বিদেশে বেড়ানোর প্ল্যান করবেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল