অ্যাপশহর

​মিশরের চেয়েও হাজার বছর বুড়ো, বিশ্বের প্রথম পিরামিড তবে কাজাখস্তানে!

মিশরবাসীর সেই গর্বের সেতুটা যে একটু নড়ে গেল! পৃথিবীর প্রথম পিরামিডটি তৈরি করা হয়েছিল কাজাখস্তানে।

EiSamay.Com 16 Aug 2016, 8:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পিরামিড মানেই তো মিশর। ফ্যারাওদের বিস্ময়কর সমাধি। প্রাচীন মিশরের আশ্চর্য প্রযুক্তির প্রতীক। কিন্তু মিশরবাসীর সেই গর্বের সেতুটা যে একটু নড়ে গেল! পৃথিবীর প্রথম পিরামিডটি তৈরি করা হয়েছিল কাজাখস্তানে। আরও বিস্ময়ের তথ্যটি হল, কাজাখস্তানের পিরামিড তৈরি করা হয়েছিল মিশরেরও হাজার বছর আগে।
EiSamay.Com worlds first pyramid in kazakhstan scientists discover tomb structure was built 1000 years before those in egypt
​মিশরের চেয়েও হাজার বছর বুড়ো, বিশ্বের প্রথম পিরামিড তবে কাজাখস্তানে!


কাজাখস্তানের প্রত্যন্ত একটি এলাকায় মিলেছে পিরামিডের ধ্বংসাবশেষ। একেবারে মিশরের পিরামিডের আদলেই তৈরি হয়েছিল সেই পিরামিড। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, এই পিরামিড যখন তৈরি করা হয়েছিল, তখন মিশরের পিরামিড ছিল না। কাজাখস্তানের পুরাতত্ত্ববিদ ভিক্টর নোভোজেনভের কথায়, 'প্রায় ৩ হাজার বছর আগে ব্রোঞ্জ যুগের শেষের দিকে স্থানীয় এক রাজার নির্দেশে তৈরি করা হয়েছিল এই পিরামিড। মিশরের ফ্যারাও জোসেরের পিরামিডটির মতোই দেখতে এই পিরামিডটিও।'

কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির প্রকাশিত ছবিগুলিতে দেখা গিয়েছে, মিশরের আদলেই একটার উপর আরেকটি পাথর চাপিয়ে তৈরি করা হয়েছিল পিরামিডটি। বিজ্ঞানীদের দাবি, সাড়ে ৩ হাজার বছর আগেও তৈরি করা হয়ে থাকতে পারে কাজাখস্তানের পিরামিড।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল