অ্যাপশহর

দু’টাকার চালে অবাক দুনিয়া

সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ব নেতারা৷

EiSamay.Com 23 Jun 2017, 9:27 am
সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ব নেতারা৷ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে রাষ্ট্রপুঞ্জের সভায় সেই দিনবদলের কাহিনি শুনে প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টিনা, কেনিয়া-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটা নতুন পালক৷ শুক্রবার রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে আয়োজিত পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রাক্কালে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
EiSamay.Com world leaders in the hague surprised to know the developmental projects of mamata banerjees govt
দু’টাকার চালে অবাক দুনিয়া


কন্যাশ্রী-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে কীভাবে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার, তার ইতিহাস তুলে ধরবেন মমতা৷ তার ঠিক আগে প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর কাজটা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে আয়োজিত ‘আনলক দি পোটেনশিয়াল অফ দি ফারদেস্ট বিহাইন্ড’ শীর্ষক আলোচনায় ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী জানালেন, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে৷ তার নজির হিসাবে দু’টাকা কেজির চাল, স্বনির্ভর গোষ্ঠী এবং কিষান ক্রেডিট কার্ডের মতো সরকারি প্রকল্পে যে সামাজিক বিপ্লব ঘটেছে, তার খতিয়ান দিলেন তিনি৷ তা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের রহস্য জানতে চাইলেন আর্জেন্টিনা এবং কেনিয়ার প্রতিনিধিরা৷

আলোচনা সভায় ভারত-সহ মোট ১৭টি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন৷ সভায় সভাপতিত্ব করেন অমিত মিত্র৷ সভায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হওয়ার পর রাজ্যের প্রান্তিক মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে৷ তার অঙ্গ হিসাবে চালু করা হয়েছে সেল্ফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী৷ পুরুষ ও মহিলা উভয়েই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছে৷ তার মধ্যে ৯৫ শতাংশই গ্রামের মহিলা৷ ব্যাখ্যা করে তিনি জানান, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসা শুরু করার জন্য কেউ যদি ১০০ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেন, তাঁকে ৮০ টাকা ফেরত দিতে হয়৷ তার ফলে লক্ষ লক্ষ বেকার পুরুষ ও মহিলা নিজের পায়ে দাঁড়াতে পাচ্ছে৷ রোজগারের পথ খুলছে৷ সরকারি সহায়তার ফলেই সেটা সম্ভব হচ্ছে৷ সরকার ও ব্যাঙ্ক যৌথ ভাবে এই প্রকল্প রূপায়ণ করছে৷ সরকারের আর একটা বড় সাফল্য হল দু’টাকার কেজি’র চাল৷ রাজ্যের ৮ কোটি মানুষ কিলো প্রতি দু’টাকায় চাল পাচ্ছে৷ রাজ্যের কোনও মানুষকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে হচ্ছে না৷ সেটা শুনেই আর্জেন্তিনা এবং কেনিয়ার দু’জন প্রতিনিধি অমিতের কাছে জানতে চান, কী করে এটা সম্ভব হচ্ছে? প্রত্যুত্তরে অমিত জানান, সরকারি মধ্যস্থতাতেই এই প্রকল্প সফল ভাবে রূপায়িত করা সম্ভব হচ্ছে৷ সরকার হস্তক্ষেপ করায় প্রকল্প রূপায়ণে দুর্নীতি ঠেকানো গিয়েছে৷ নেদারল্যান্ডসে বসবাসকারী অনাবাসী বাঙালিদের এক সভায় মুখ্যমন্ত্রী আহ্বান জানান, তাঁরা যেন বাংলার জন্য কিছু ভাবেন৷ বিশেষ করে যাঁরা তথ্য -প্রযুক্তিতে কর্মরত তাঁদের বাংলায় বিনিয়োগ করার অনুরোধ তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, ‘আপনারা বাংলায় আইটি খুলতে পারেন৷ সরকারে আপনাদের জমি দেবে৷’ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের এক সূত্রে বাঁধতে সবাইকে বিশ্ববাংলা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করতে বলেছেন৷ আসন্ন বিশ্ববাংলা সম্মেলনে অনাবাসী বাঙালি সংগঠনগুলিকেও আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘আগে কী হয়েছে ভুলে যান৷ এখন বাংলার সম্পর্কে ধারণা পাল্টে গিয়েছে৷’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল