অ্যাপশহর

আচমকা পিঠে ব্যথা! যুবতী গেলেন হাসপাতালে, ফিরলেন সন্তান কোলে

২১ বছরের লাতিশা জানতেন না তিনি অন্তঃসত্ত্বা

EiSamay.Com 19 Jan 2017, 5:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। একরাত হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা জানিয়ে দেন, ব্যথাটা পিঠের নয়। তিনি গর্ভবতী। ৪৮ ঘণ্টার মধ্যে সুস্থ শিশুকন্যার জন্মও দেন তিনি। এমনই আজব ঘটনা ঘটেছে ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা লাতিশা বিশপের সঙ্গে।
EiSamay.Com woman goes into hospital with bad back gives birth to baby girl
আচমকা পিঠে ব্যথা! যুবতী গেলেন হাসপাতালে, ফিরলেন সন্তান কোলে


২১ বছরের লাতিশা জানতেন না তিনি অন্তঃসত্ত্বা। জিম ছেড়ে দেওয়ার পর অত্যধিক ওজন বেড়ে যাওয়ায় ধীরে ধীরে স্থূল হতে থাকেন তিনি। কিন্তু, এক মুহূর্তের জন্যও তা টের পাননি লাতিশা ও লিভ-ইন পার্টনার ড্যানিয়েল।

হঠাৎ করে পিঠের ব্যথা শুরু হওয়ায় লিভারপুলের উইমেন্স হাসপাতালে হাজির হন লাতিশা। প্রাথমিক পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়। ২৪ ঘণ্টা বাদে চিকিৎসকরা জানান লাতিশা গর্ভবতী। এবং পিঠের ব্যথা নয়, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে তাঁর। চিকিৎসকরা তাঁকে এও জানান, চাইলে অস্ত্রোপচার করে শিশুর জন্ম দিতে পারেন লাতিশা।



প্রথমে চমকে গেলেও পরে রাজি হন। সেইমতো অস্ত্রোপচারের পর জন্ম হয় তাঁর শিশুকন্যার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লাতিশার সার্ভিক্স ৩ সেন্টিমিটার পর্যন্ত উন্মুক্ত ছিল। যা প্রসবের জন্য যথেষ্ট ছিল। কিন্তু, অনেক সময় ৫ সেন্টিমিটার পর্যন্ত সার্ভিক্স উন্মোচন হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়ে থাকে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল