অ্যাপশহর

UK-তেও বোরখায় ব্যান! কারণ মেয়েরা নাকি ভিটামিন D পাচ্ছেন না

নিষিদ্ধ করা হোক বোরখা। কারণ এর ফলে সূর্যালোক শরীরে লাগে না, তাই ভিটামিন ডি তৈরি হয় না, হাড় ভঙ্গুর হয়ে যায়। এমনই অদ্ভুত যুক্তি তুলে বোরখা ব্যানের স্বপক্ষে সরব হল লন্ডনের ইউকে ইনডিপেনডেন্স পার্টি।

EiSamay.Com 26 May 2017, 5:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ করা হোক বোরখা। কারণ এর ফলে সূর্যালোক শরীরে লাগে না, তাই ভিটামিন ডি তৈরি হয় না, হাড় ভঙ্গুর হয়ে যায়। এমনই অদ্ভুত যুক্তি তুলে বোরখা ব্যানের স্বপক্ষে সরব হল লন্ডনের ইউকে ইনডিপেনডেন্স পার্টি। সাধারণ নির্বাচনের জন্য নিজেদের ম্যানিফেস্টো প্রকাশ করেছে দক্ষিণপন্থী এই রাজনৈতিক দল। সেখানেই ক্ষমতায় এলে তারা যে জনসমক্ষে বোরখা পরা নিষিদ্ধ ঘোষণা করবে সে কথা জানিয়েছে UKIP।
EiSamay.Com will ban burqa as it stops vitamin d intake from sunlight uk independence party
UK-তেও বোরখায় ব্যান! কারণ মেয়েরা নাকি ভিটামিন D পাচ্ছেন না


নিজেদের নির্বাচনী ইস্তেহারে UKIP বলেছে, 'যে পোশাক পরিচয় লুকিয়ে রাখে, যোগাযোগের পথে বাধা সৃষ্টি করে, গার্হস্থ্য হিংসার প্রমাণ লুকোতে সাহায্য করে এবং সূর্যোলোক থেকে প্রয়োজনীয় ভিটামিন ডি শরীরে শোষণে বাধা দেয় - এমন পোশাক কখনোই উদারমনা হতে পারে না।' প নুট্টলের নেতৃত্বে UKIP বোরখাকে অপমানজনক পোশাক বলে অভিযোগ করেছেন। মুসলিম মহিলাদের এই পোশাক থেকে মুক্ত করে স্বাধীন জীবনে UKIP আহ্বান করতে চায় বলে জানানো হয়েছে।

ম্যাঞ্চেস্টারে সন্ত্রাসবাদী হামলায় ২২ জনের মৃত্যুর দিন কয়েকের মধ্যেই UKIP-র এই নির্বাচনী ইস্তেহার তাত্‍পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোনও মানবাধিকার কখনও কাউকে তার মুখ ঢাকতে বাধ্য করতে পারে না বলে দাবি করা হয়েছে।


খবরটি ইংরাজিতে পড়ুন


# UKIP said it would introduce a ban on the wearing of the "dehumanising" burqa and full face coverings in public places

# The party also pledged to introduce a "social attitudes" test as part of a points-based immigration system

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল