অ্যাপশহর

দাবানলে জ্বলছে ইজরায়েল, প্রাণভয়ে পালাচ্ছেন অধিবাসীরা

দাবানলের জেরে মধ্য ও উত্তর ইজরায়েলে বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে পালাচ্ছেন।

EiSamay.Com 25 Nov 2016, 5:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দাবানলের জেরে মধ্য ও উত্তর ইজরায়েলে বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়েছে। বৃহস্পতিবার আগুন আরও ছড়িয়ে পড়ার পরে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে পালাচ্ছেন।
EiSamay.Com wildfires tear across israel citizens flee for lives
দাবানলে জ্বলছে ইজরায়েল, প্রাণভয়ে পালাচ্ছেন অধিবাসীরা


নাগাড়ে দুই মাস খরার পরে বৃহস্পতিবার উত্তর ও মধ্য ইজরায়েলে ভয়ানক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে সংবাদমাধ্যমে ঘটনাটি দাবানল বলা হলেও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর আশঙ্কা, সন্ত্রাসবাদীদের উদ্যোগে কৃত্রিম উপায়ে আগুন লাগানো হয়েছে।

উল্লেখ্য, এএফপি ও বিবিসির খবরে জানানো হয়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শুকনো আবহাওয়া ও বাতাসের কারণে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুনের হাত থেকে রেহাই পেতে জেরুজালেম ও ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রায় ৮০,০০০ বাসিন্দাকে নিরাপত্তার কারণে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাইফা শহরের অধিকাংশ অধিবাসী বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে পালিয়েছেন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে খবর।

স্থানীয় টিভি চ্যানেলগুলির সম্প্রচারে দেখা গিয়েছে, ইজরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার কেন্দ্রস্থলে আগুনের একাধিক দেওয়াল সৃষ্টি হয়েছে। একটি পেট্রোল পাম্পে সেই আগুন পৌঁছনোর আগেই অবশ্য দমকলকর্মীরা বহু চেষ্টায় তা রুখতে পেরেছেন। গত তিন দিন ধরেই শহরে বিক্ষিপ্ত অঞ্চল লেলিহান শিখায় পুড়ে ছারখার হচ্ছে। আগুনের তেজ বাড়িয়ে দিচ্ছে পূবালি হাওয়ার গতি।

তবে ইজরায়েল প্রশাসনের মতে, সন্ত্রাসবাদীরাই অগ্নিকাণ্ডের মূল হোতা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, দোষীদের কঠিন শাস্তি দেওয়া হবে।

# Great fire engulfs parts of Israel.
# Panicked Citizens are in hurry to leave the city of Haifa.
# Parts of Jerusalem and West Bank are also under the blaze.
# Prime Minister Netaneyahu blames terror groups behind the tragedy.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল