অ্যাপশহর

‘ফাঁকা আসনে একা যাত্রী’, চেনা ছবি মার্কিন উড়ানে

‘মনে হচ্ছিল এ বার অন্তত মনোযোগ দিয়ে এ সব দেখতেই হবে আমাকে।’ ছবিটা শুধু ওই উড়ানের নয়। একই দিনে আমেরিকান এয়ারলাইন্সের ১১৯টি বিমান ছেড়েছিল ওয়াশিংটনের বিমানবন্দর থেকে। তার মধ্যে আটটিতেই ১ জন করে যাত্রী ছিল।

EiSamay.Com 6 Apr 2020, 11:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এত দিন ছিলেন ভিড়ের মধ্যে মিশে থাকা এক সাধারণ মুখ। খেদ হত কি কি সে জন্য? সংশয় রয়েছে। তবে একটি ব্যাপারে এখন নিশ্চিত কার্লোস বারিয়া। আর কখনও যেন কোনও বিমান-সফর করার সময় এ ভাবে ‘একনিষ্ঠ মনোযোগ’ পেতে না হয় তাঁকে। সম্প্রতি ওয়াশিংটন থেকে নিউ অর্লিয়্যান্স যাওয়ার বিমানে চড়েছিলেন তিনি। কিন্তু চক্ষু চড়কগাছ। ৭৬ আসনের জেটে যাত্রী বলতে শুধু বারিয়া। বাকি সমস্ত আসন খালি।
EiSamay.Com one passenger
ছবিটি প্রতীকী


আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়ান ৪৫১১-এর অভিজ্ঞতা মনে করলেই তিনি বলছেন, ‘ভীষণ অস্বস্তিকর কিছু মুহূর্ত রয়ে গিয়েছে স্মৃতিতে।’ যেমন পাইলট পার্সোনাল অ্যাড্রেস সিস্টেম ব্যবহার না করে সশরীরে এসে জানিয়েছেন, উড়ানে বিলম্বের কথা। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন দুই বিমানসেবিকা বারিরাকে ফার্স্ট ক্লাসে এসে বসার কথা বলেন। কী কী নিয়মবিধি মানতে হবে, তা-ও শুধু ওই তরুণের জন্যই দেখিয়ে দেন তাঁরা। তাঁর কথায়, ‘মনে হচ্ছিল এ বার অন্তত মনোযোগ দিয়ে এ সব দেখতেই হবে আমাকে।’ ছবিটা শুধু ওই উড়ানের নয়। একই দিনে আমেরিকান এয়ারলাইন্সের ১১৯টি বিমান ছেড়েছিল ওয়াশিংটনের বিমানবন্দর থেকে। তার মধ্যে আটটিতেই ১ জন করে যাত্রী ছিল। বস্তুত গোটা মার্কিন মুলুকেই বিমানযাত্রীর সংখ্যা এ ভাবে কমছে। কর্মীদের বেতন দেওয়ার জন্য সরকারের কাছে সাহায্যও চেয়েছে উড়ান সংস্থাগুলি। তবে এই সঙ্কটের মুহূর্তেও যে ভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন বিমানকর্মীরা, সেটিকে উড়ানশেষে কুর্নিশ জানান বারিয়া। করোনা-ত্রাসে পাওনা বলতে এটুকুই।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল