অ্যাপশহর

ভাইরাল ভিডিও: হেলায় সাপ সাফাই করে কামাল দেখালেন মহিলা

কমপক্ষে ৩৭ হাজার বার শেয়ার করা হয়েছে ভিডিওটি

EiSamay.Com 10 Jun 2017, 5:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডিসকভারি চ্যানেলে সাপ ধরার ভিডিও অনেকেই দেখেছেন। কীভাবে বাঁশ দিয়ে আংটার মতো তৈরি করে সাপ ধরা হয়ে থাকে। এছাড়াও অন্যান্য পদ্ধতিও রয়েছে। তবে বালিশের কভার দিয়ে সাপ ধরা দেখেছেন কখনও? কিংবা এও সম্ভব বলে কখনও ভেবেছেন? সম্ভব করে দেখিয়েছেন এক মার্কিন মহিলা।
EiSamay.Com viral video woman catches snake in pillow
ভাইরাল ভিডিও: হেলায় সাপ সাফাই করে কামাল দেখালেন মহিলা


ট্যাটু আর্টিস্ট সানশাইন ম্যাকিউরি’র সাপ ধরার ভিডিও বর্তমানে ভাইরাল নেটদুনিয়ায়। ৫-৬ ফিট লম্বা একটি কালো সাপকে কীভাবে অনায়াসেই পাকড়াও করছেন ওই মহিলা, তা দেখতে ইতিমধ্যেই ৩৬ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। ইউটিউবে ১ জুন ভিডিওটি প্রথম আপলোড করা হয়। এখনও পর্যন্ত কমপক্ষে ৩৭ হাজার বার শেয়ার করা হয়েছে ভিডিওটি।



বাড়িতে সোফার নীচে প্রথম সাপটি দেখতে পান সানশাইন। ভয় না পেয়ে, শোওয়ার ঘর থেকে একটি খালি বালিশ কভার নিয়ে আসেন তিনি। এরপর ধীরে ধীরে সাপের পিছনে চলে যান। তারপরই কালো সাপটিকে সোজা বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে দেন মধ্যবয়স্কা ওই মহিলা। সাপটি কোনও সুযোগই পায়নি হামলা করার। এরপর বাড়ির বাইরে গিয়ে সাপটিতে ছেড়ে দেন মার্কিনি মহিলা। কিন্তু, ফের ফিরে আসার আশঙ্কা ছিল। তাই এবার বিনা সুরক্ষা ছাড়াই হাত দিয়ে সাপটিকে ধরে নিকটবর্তী ব্রিজের নীচে থেকে জলে ফেলে দেন তিনি।

আশ্চর্য এই ভিডিওই মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশই কুর্নিশ জানিয়েছেন সানশাইন’কে।

সাপ ধরার এমন কোনও পদ্ধতিকে ‘এই সময়’ সমর্থন করে না। ঘটনাটি খবরের স্বার্থে প্রকাশিত। বাড়িতে বা আশপাশে সাপ দেখলে, বন দপ্তর বা দমকলে খবর দিন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল