অ্যাপশহর

লন্ডনের হাইকোর্টে খারিজ বিজয় মালিয়ার দেশে ফিরতে না চাওয়ার আবেদন

লন্ডন হাইকোর্টের লর্ড জাস্টিস স্টিফেন আরউইন এবং জাস্টিস এলিজাবেথ লাইং রয়্যাল কোর্ট অফ জাস্টিসে এই রায় দেন। বিজয় মালিয়ার আইনজীবী ক্লেয়ার মনটোগোমারির আবেদন একাধিক অসংগতি রয়েছে বলে চিহ্নিত করেছেন তাঁরা।

EiSamay.Com 20 Apr 2020, 5:26 pm

হাইলাইটস

  • ২০১৮-য় বিজয় মালিয়াকে ভারতের প্রত্যর্পণের স্বপক্ষে রায় দেয় ইংল্যান্ডের নিম্ন আদালত।
  • সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবদেন করেন বিজয় মালিয়া।
লন্ডনের হাইকোর্টে খারিজ বিজয় মালিয়ার দেশে ফিরতে না চাওয়ার আবেদন
এই সময় ডিজিটাল ডেস্ক: পলাতক বিজনেস টাইকুন বিজয় মালিয়ার প্রত্যর্পণের বিষয়ে আরও এক ধাপ এগোল ভারত। সোমবার লন্ডনের হাইকোর্ট খারিজ করে দিল বিজয় মালিয়ার দেশে ফিরতে না চাওয়ার আবেদন। এরপরে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি ইউকে-র হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের কাছে যেতে পারে।
২০১৮-য় বিজয় মালিয়াকে ভারতের প্রত্যর্পণের স্বপক্ষে রায় দেয় ইংল্যান্ডের নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবদেন করেন বিজয় মালিয়া। তাঁর সেই আবেদন সোমবার খারিজ হয়ে গেল। কিংফিশার এয়ারলাইন্সের জন্য ৯০০০ কোটি টাকার ঋণ নিয়ে দেশে ছেড়ে পালান বিজয় মালিয়া।

এরপর অবশ্য ১৪ দিনের মধ্যে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন বিজয় মালিয়া। সেখানে ব্যর্থ হলে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে ভারত। বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্পূর্ণ হলে তা নরেন্দ্র মোদী সরকারের বড় জয় হবে বলে মনে করা হচ্ছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল