অ্যাপশহর

বিশ্বের সুন্দরতম শহর ভিয়েনা, জঘন্যতম বাগদাদ

ফের পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের তকমা পেল ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জীবনযাত্রার মানও সবচেয়ে সেরা।।

EiSamay.Com 14 Mar 2017, 2:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের তকমা পেল ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জীবনযাত্রার মানও সবচেয়ে সেরা।। দান্যুব নদীর তীরে অবস্থিত হওয়ায় এর প্রাকৃতিক এবং ভৌগলিক সৌন্দর্যও মনোরম।
EiSamay.Com vienna again ranked worlds nicest city to live in and baghdad the worst
বিশ্বের সুন্দরতম শহর ভিয়েনা, জঘন্যতম বাগদাদ

কনসাল্টিং ফার্ম মার্সারের তালিকা অনুযায়ী মোট আটবার সেরার শিরোপা পেল এই শহর।

অন্য দিকে গুণাগুণের বিচারে তার উল্টো অবস্থান বাগদাদের। সাম্প্রতিক সমীক্ষায় ইরাকের রাজধানী বাগদাদ বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তকমা পেয়েছে। শহরবাসীর জীবনযাত্রার মান বিশ্বের সব শহরের মধ্যে নিম্নতম। ২০০৩ সালে মার্কিন হস্তক্ষেপের পর থেকে ইরাকের রাজধানীতে সাম্প্রদায়িক হিংসা বেড়ে চলেছে।

মোট ২৩১টি শহরের মধ্যে সমীক্ষা করা হয়েছিল। জোর দেওয়া হয়েছিল রাজনৈতিক পরিবেশ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, অপরাধের মাত্রা, পরিবহণ পরিকাঠামো ও বিনোদনের ব্যবস্থার উপর।

এশিয়ার শহরগুলির মধ্যে শ্রেষ্ঠত্বের বিচারে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। তালিকায় তার ঠাঁই ২৫ নম্বরে। আবার ২৯ নম্বরে রয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো। মার্কিন শহরগুলির মধ্যে এটিই সেরা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল