অ্যাপশহর

লন্ডনে মসজিদের সামনে মানুষের ভিড়কে পিষে দিল ভ্যান, মৃত ১

সোমবার ভোররাতে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল উত্তর লন্ডনে। একটি মসজিদের কাছে পথ চলতি মানুষকে পিষে দিল একটি গাড়ি।

EiSamay.Com 19 Jun 2017, 9:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার ভোররাতে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল উত্তর লন্ডনে। একটি মসজিদের কাছে পথ চলতি মানুষকে পিষে দিল একটি গাড়ি। পুলিশের তরফে খবর এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই অনুমান করছেন।
EiSamay.Com vehicle rams into crowd outside london mosque casualties feared
লন্ডনে মসজিদের সামনে মানুষের ভিড়কে পিষে দিল ভ্যান, মৃত ১


ঘটনাটি ঘটেছে সেভেন সিস্টার্স রোডে ভোর রাত ১২.২০ নাগাদ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনাস্থলে অবিলম্বে পৌঁছায় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

লন্ডনের মুসলিম কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ফিন্সবারি পার্ক মসজিদ থেকে উপাসকরা বেরোনোর সময়ে একটি ভ্যান এসে তাঁদের ধাক্কা মারে। ওই অঞ্চলে বেশ কয়েকটি মসজিদ আছে এবং পবিত্র রমজান উপলক্ষে ওই সময়ে বহু ইসলাম ধর্মাবলম্বী প্রার্থনা করতে সেখানে যান। ৯/১১ হামলার পর বহু বছর এই মসজিদ চরমপন্থী আদর্শে বিশ্বাসী ছিল।


লন্ডন পুলিশ এই ঘটনাকে গুরুতর বলে চিহ্নিত করেছে এবং সেখানে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন।

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

# The Muslim Council tweeted that worshippers were struck by a van as they were leaving prayers at the Finsbury Park mosque.

# The Finsbury Park mosque was associated with extremist ideology for several years after the 9/11 attacks

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল