অ্যাপশহর

নিউ ইয়র্কে ভ্যান গঘের ছবি বিকোল ₹৫৩২ কোটিতে

১৮৮৯ সালে আঁকা ভ্যান গঘের একটি ছবি বিক্রি হল ৮১.৩ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় ৫৩১ কোটি ৮৫ লক্ষ ৭৭৯০ টাকা।

EiSamay.Com 14 Nov 2017, 8:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৮৮৯ সালে আঁকা ভ্যান গঘের একটি ছবি বিক্রি হল ৮১.৩ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় ৫৩১ কোটি ৮৫ লক্ষ ৭৭৯০ টাকা। নিউ ইয়র্কের ক্রিস্টিতে সোমবার ছবিটি নিলামে উঠেছিল। ৫০ মিলিয়ন ডলার থেকে দাম হাঁকা শুরু হয়েছিল। সর্বোচ্চ দর হেঁকে ছবিটি কিনে নেন আমেরিকার কোটিপতি দম্পতি ন্যান্সি লি ব্যাস ও পেরি আর ব্যাস।
EiSamay.Com van goghs 1889 painting sells for 81 million at auction
নিউ ইয়র্কে ভ্যান গঘের ছবি বিকোল ₹৫৩২ কোটিতে


জীবনের একটি বছর ফ্রান্সের একটি অ্যাসাইলামে কাটিয়েছেন প্রখ্যাত এই চিত্রকর। সে সময়েই আঁকা 'Laboureur dans un champ' নামের এই ছবিটি।

১৯৯০ সালে ভ্যান গঘেরই আর একটি ছবি 'Portrait du Dr. Gachet' নিলামে রেকর্ড ৮২.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল