অ্যাপশহর

LeT-কে রসদ জোগানোয় মার্কিন যুবার ২০ বছর জেল

দোষীসাব্যস্ত মার্কিন যুবকের নাম মাইকেল কাইল সোয়েল। আদালত সূত্রে খবর, তদন্তের সময় সোয়েলের বেডরুমে তল্লাশি চালিয়ে পুলিশ একটি এআর-১৫ স্টাইল রাইফেল উদ্ধার করে। এ ছাড়া, একাধিক ম্যাগাজিন ও ছোরাছুরিও পেয়েছে পুলিশ।

EiSamay.Com 17 Sep 2019, 9:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবাকে সমর্থন জুগিয়ে জেলে যেত হল মার্কিন এক যুবাকে। নর্থ টেক্সাসবাসী বছর আঠারোর ওই যুবকের ২০ বছরের জেল হয়েছে।
EiSamay.Com Jail


আমেরিকার জাতীয় নিরাপত্তার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স জানিয়েছেন, বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা বাব LeT-কে দৈনন্দিন রসদ জুগিয়েছে নর্থ টেক্সাসের ওই যুবক। পরিকল্পনা মতো কয়েক জনকে সে পাকিস্তানেও পাঠিয়েছে, লস্কর-ই-তৈবায় যোগ দেওয়ার জন্য। ফলে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও প্রমাণিত হয়েছে। বিচারে ২৪০ মাস জেল হয়েছে। এই দু-দশক তাকে ফেডেরাল কারাগারে কাটাতে হবে।

দোষীসাব্যস্ত মার্কিন যুবকের নাম মাইকেল কাইল সোয়েল। আদালত সূত্রে খবর, তদন্তের সময় সোয়েলের বেডরুমে তল্লাশি চালিয়ে পুলিশ একটি এআর-১৫ স্টাইল রাইফেল উদ্ধার করে। এ ছাড়া, একাধিক ম্যাগাজিন ও ছোরাছুরিও পেয়েছে পুলিশ।

৯/১১ পরবর্তী সময়ে আমেরিকায় সন্ত্রাস দমনকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই মামলায় যুক্ত মার্কিন আইনজীবীও জানান, দোষীকে সাজা দিতে LeT সংক্রাম্ত এই মামলা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে মাইকেলকে গ্রেফতার করেছিল মার্কিন পুলিশ। মে মাসে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল