অ্যাপশহর

পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার দাবি আরও জোরাল মার্কিন সেনেটে

সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া এবং সাহায্য করা বন্ধ না করলে পাকিস্তানের ওপর সামরিক, আর্থিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করলেন মার্কিন সেনেটর জন ম্যাকেইন।

Ei Samay 29 Jul 2017, 7:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া এবং সাহায্য করা বন্ধ না করলে পাকিস্তানের ওপর সামরিক, আর্থিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করলেন মার্কিন সেনেটর জন ম্যাকেইন। এই মর্মে তিনি সেনেটে একটি অ্যামেন্ডমেন্টও আনেন গত বৃহস্পতিবার। তিনি জানান, তালিবান, হক্কানি নেটওয়র্ক-সহ নানা সন্ত্রাসবাদী সংগঠনকে সাহায্য করে চলেছে পাকিস্তান।
EiSamay.Com us senator mccain seeks diplomatic military and economic costs on pakistan
পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার দাবি আরও জোরাল মার্কিন সেনেটে


অ্যামেন্ডমেন্টটি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট ২০১৮-র (NDAA) অন্তর্গত। এটা তৈরি করে আফগানিস্তানে দীর্ঘমেয়াদী শান্তি কায়েম করতে উদ্যোগী হয়েছেন ম্যাকেইন। তার সঙ্গে তালিবানি আক্রমণের নিশানা যাতে আমেরিকা বা তার কোনও সহযোগী না হয় সেটা নিশ্চিত করতে এটা জরুরি বলে মনে করেন তিনি। তার জন্যই পাকিস্তানের ওপর এই নিষেধাজ্ঞা চাইছেন তিনি।

সেনেট আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান পদেও রয়েছে ম্যাকেইন। এর মাধ্যমে একদিকে আফগান সেনাকে শক্তিশালী করা এবং হক্কানি এবং তালিবান সন্ত্রাসবাদীদের টার্গেট করা হচ্ছে। এ কাজে মার্কিন সেনাও সাহায্য করছে। এর সঙ্গে এ অঞ্চলের শান্তি রক্ষার জন্য ভারতের কূটনৈতিক সাহায্যেও চেয়েছেন ম্যাককেইন। অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে, ‘যত দিন তালিবান, হক্কানি নেটওয়র্ক এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনকে সাহায্য করবে এবং আশ্রয় দেবে তত দিন পাকিস্তানের ওপর কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হোক।’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল