অ্যাপশহর

১৩-র কিশোর লোডেড বন্দুক হাতে নেটে Live, গুলিতেই মৃত্যু!

বন্দুক হাতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ স্ট্রিম ভিডিয়ো করার সময় দুর্ঘটনাবশত গুলি ছিটকে মারা গেল এক মার্কিন কিশোর।

EiSamay.Com 14 Apr 2017, 8:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বন্দুক হাতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ স্ট্রিম ভিডিয়ো করার সময় দুর্ঘটনাবশত গুলি ছিটকে মারা গেল এক মার্কিন কিশোর।
EiSamay.Com us 13 yr old plays with gun live streams video accidentally shoots self dead
১৩-র কিশোর লোডেড বন্দুক হাতে নেটে Live, গুলিতেই মৃত্যু!


পুলিশ জানিয়েছে, মালাচি হেমফিল নামে বছর তেরোর ওই কিশোর বন্দুক হাতে ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়ো করছিল। উদ্দেশ্য ছিল, ইনস্টাগ্রামের বন্ধুদের কেরামতি দেখানো। সেই কেরামতি দেখাতে গিয়েই বন্দুক থেকে হঠাত্‍‌ গুলি ছিটকে ছেলেটির গায়ে লাগে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ভয় পেয়ে যায় বন্ধুরা।



মুহূর্তের মধ্য তারা ওই বন্ধুর বাড়ির সামনে জড়ো হয়ে যায়। ততক্ষণে গুলির শব্দে আতঙ্কিত মালাচির মা'ও ছেলের ঘরে চলে আসেন। দেখেন ছেলে মেঝেতে পড়ে। রক্তে ভেসে যাচ্ছে শরীর। পাশে সেই বন্দুকটি, যা থেকে অঘটন।

পুলিশকে মালাচির মা জানান, ছেলের ঘরের দরজা ভেজানোই ছিল। গুলির শব্দে ঠেলা মেরে দরজা খুলতেই দেখি ঘর রক্তে ভাসছে। সেখানেই পড়ে রয়েছে মালাচি। ততক্ষণে মেয়েও ফোন করে জানায়, মালাচির ইনস্টাগ্রাম লাইভ করা রয়েছে।

দ্রুত এই কিশোরকে উদ্ধার করে জর্জিয়া হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় তার। বন্ধুদের বক্তব্য, তারা মালাচিকে বারবার সেফটি ক্লিপ লাগাতে বলেছিল। কিন্তু, ও গুরুত্ব দেয়নি।

ঠিক কী থেকে কী হয়েছে, আটলান্টা পুলিশ তা তদন্ত করে দেখছে। কী ভাবে ওই কিশোর বন্দুক পেল, পুলিশ তা-ও খতিয়ে দেখছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল