অ্যাপশহর

Somalia: হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি, ২৬/১১-র মুম্বই হামলার স্মৃতি ফিরল সোমালিয়ায়

Eastern Africa-র দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি হামলা। ২০০৮-র ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে বিলাস বহুল হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল আল কায়দা-র মদতপুষ্ট আল-সাবাব গোষ্ঠীর জঙ্গিরা। হোটেলের বাইরে পরপর ২টি গাড়ি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। হোটেলের ভিতরে থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। স্থানীয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলেছে হোটেলে। জঙ্গিদের সঙ্গে চলছে গুলির লড়াই।

Produced byঅভিষেক রায়চৌধুরী | EiSamay.Com 20 Aug 2022, 8:45 am

হাইলাইটস

  • ২৬/১১-র মুম্বই হামলার স্মৃতি ফিরল সোমালিয়ার
  • রাজধানী মোগাদিশুর হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি
  • হামলা চালায় আল কায়দার মদতপুষ্ট আল সাবাব গোষ্ঠীর জঙ্গিরা
EiSamay.Com Terror attack in Somalia
প্রতীকী ছবি
১৪ বছর আগে ঘটে যাওয়া মুম্বই হামলার স্মৃতি ফিরলে সোমালিয়ায়। জঙ্গি হামলায় রক্তাক্ত পূর্ব আফ্রিকার এই দেশ। শুক্রবার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে হামলা চালায় আল-সাবাব গোষ্ঠীর জঙ্গিরা। হোটেলের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। হোটেলের বাইরে ঘটে গাড়ি বিস্ফোরণও। প্রাণ হারান বেশ কয়েকজনের। গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। খবর পেয়ে হোটেল ঘিরে ফেলে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত সেই এনকাউন্টার চলছে বলে জানা গিয়েছে।
Jammu Kashmir News: স্বাধীনতা দিবসের আগে ৪ দিনে ৪ বার জঙ্গি হামলা, ভূস্বর্গে শহিদ পুলিশকর্মী

মোগাদিশুর পুলিশ সদর দফতর সূত্রে খবর, শুক্রবার জঙ্গিরা হায়াত হোটেলে হামলা চালায়। হোটেলে ঢুকতে পরপর ২টি গাড়ি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি হোটেলের কাছে গার্ড রেলে। অপরটি হোটেলের গেটে। এরপরই এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে হোটেলে ঢুকে পড়ে তারা। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা হোটেল ঘিরে ফিরলে একের পর এক গ্রেনেড ছুড়তে থাকে জঙ্গিরা। এতে হোটেলের বিভিন্ন অংশে আগুন ধরে যায়। মোগাদিশুর পুলিশ বিভাগের এক শীর্ষ আধিকারিকের দাবি, “হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। হোটেলের মধ্যেই জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই হামলায় মোট কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।”

Kashmiri Pandit: ফের উপত্যকায় খুন কাশ্মীরি পণ্ডিত, সোপিয়ানে দুই ভাইয়ের উপর জঙ্গি হামলা

কেন মোগাদিশুর এই হায়াত হোটেলকে বেছে নিল জঙ্গিরা? সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর দাবি, এই হোটেলে প্রায়ই রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের শীর্ষ আধিকারিকরা বৈঠক করতে আসেন। তাঁদেরই কেউ জঙ্গিদের টার্গেটে ছিল কিনা তা অবশ্য স্পষ্ট করেনি সোমালিয়া প্রশাসন। গত মে-তে সোমালিয়ার প্রেসিডেন্ট হন হাসান শেখ মোহামুদ। তিনি দায়িত্বভার নেওয়ার তিন মাসের মধ্যেই প্রথমবার বড় আকারের জঙ্গি হামলায় রক্তাক্ত হল রাজধানী।

Tripura: ত্রিপুরা সীমান্তে BSF-এর উপর জঙ্গি হামলা, হত জওয়ান

গত ১০ বছরে আল-কায়দার মদতপুষ্ট আল-সাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় বারবার রক্তাক্ত হয়েছে সোমালিয়া। গত রবিবার সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে জঙ্গিদের গোপন ডেরায় এয়ার স্ট্রাইক করে মার্কিন বায়ুসেনা। মৃত্যু হয় ১৩ জন সন্ত্রাসবাদীর। গত সপ্তাহে অন্তত ৪ জায়গায় হওয়া এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে কয়েকজন জঙ্গি নেতার। বিশেষজ্ঞদের দাবি, পরপর সংগঠনের নেতাদের মৃত্যু হওয়ায় মরিয়া হয়ে হোটেলে চালিয়েছে জঙ্গিরা। অন্যদিকে এই কাপুরুষচিত হামলার নিন্দা করেছে সোমালিয়া সরকার। পাশাপাশি, এই ধরনের হামলা বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা।
লেখকের সম্পর্কে জানুন
অভিষেক রায়চৌধুরী
২০০৮ সালে সংবাদমাধ্যমে অভিষেক হয় অভিষেকের। খবরের খোঁজে কখনও আমেঠির নির্বাচন, কখনও আবার লখনউয়ে নরেন্দ্র মোদীর পদযাত্রায় সঙ্গী হয়েছেন। শহর কলকাতার খবর সংগ্রহের তালিকায় রয়েছে আমরি হাসপাতাল অগ্নিকাণ্ড, নন্দরাম বা বাগড়ি মার্কেটের আগুন থেকে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া, বড়বাজারে মেট্রো প্রকল্পে ধস। প্রিন্ট থেকে টিভি চ্যানেল এবং ডিজিটাল মাধ্যম, সবেতেই স্বচ্ছন্দ অভিষেক। অবসরে মজে থাকেন সাহিত্যপাঠ, সিনেমা, গান, শ্রুতি নাটক, রেডিওয় গল্পপাঠের আসর আর পডকাস্ট নিয়ে।... আরও পড়ুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল