অ্যাপশহর

করোনায় জয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী, দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে আজ থেকে কাজে ফিরছেন বরিস

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, করোনা থেকে সেরে উঠছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় এক মাস আগে Covid-19 পজিটিভ আসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। 'বাড়িতে থেকেই কাজ করবেন' বলে জানিয়েছিলেন তিনি। তবে, অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালে পাঠানো হয়।

EiSamay.Com 27 Apr 2020, 9:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত ২৫ মার্চ করোনা উপসর্গ ধরা পড়ে তাঁর। এর পর প্রায় একমাস ধরে চলে তাঁর টানাপোড়েন। অবশেষে করোনাকে হারিয়ে যুদ্ধে জয়ী হন তিনি। ডাউনিং স্ট্রিট সূত্রে খবর, সোমবার থেকে প্রধানমন্ত্রীর দফতরে ফিরছেন তিনি।
EiSamay.Com বরিস জনসন
বরিস জনসন


এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের একটি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। এর পর তাঁর অবস্থার অবনতি হলে ICU-তে পাঠানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর বাড়িতেই চিকিত্সাধীন ছিলেন বরিস। কিন্তু, শ্বাসকষ্ট শুরু হলে, হাসপাতালে ভরতি করে অক্সিজেন দিতে হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরিসকে আইসিইউতে শিফট করার খবর নিশ্চিত করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর করোনার লক্ষণগুলি জোরালো হচ্ছে, তবে তিনি সজ্ঞানেই রয়েছেন। করোনা ধরা পড়ার ১০ দিন পর প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভরতি করে অক্সিজেন দেওয়া হয়। রিপোর্ট পজিটিভ আসার পরেও ১০ দিন ধরে বাড়িতেই ছিলেন বরিস জনসন। ঘরে বসেই তিনি অনলাইনে সব ধরনের কাজ করছিলেন।



সমস্ত বাধা-বিপত্তি জয় করে ফেরন তিনি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসদের পরামর্শ মেনে বিশ্রামে ছিলেন তিনি। এর পর সোমবার থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। যদিও এর আগে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনায় আক্রান্ত হয়েছিলেন। মন্ত্রিপরিষদের তিনিই করোনা আক্রান্ত প্রথম সদস্য।

আরও পড়ুন: Corona In World করোনায় বিশ্বে মৃত্যু মিছিল LIVE: গোটা দুনিয়ায় আক্রান্ত ৩০ লক্ষ ছুঁইছুঁই, সবার উপরে আমেরিকা

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল