অ্যাপশহর

সকলের দরজায় বিপদ, সব দেশ হানাহানি বন্ধ করুক: রাষ্ট্রপুঞ্জ

সারা বিশ্ব জুড়ে করোনার করাল থাবায় নাভিশ্বাস উঠেছে। WHO-এর তরফ থেকে আগেই এই মারণ রোগকে প্যানডেমিক ঘোষণা করা হয়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অতঃপর...

EiSamay.Com 24 Mar 2020, 9:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় সোমবার গভীর রাতে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস এক তাত্‌পর্যপূর্ণ আবেদন করলেন। ঘোষণা করলেন, এই কঠিন সময়ে কনফ্লিক্ট জোনে যে সব সাধারণ মানুষ বাস করেন তাঁদের করোনা প্যানডেমিকের গ্রাস থেকে বাঁচাতে সারা বিশ্বজুড়ে অবিলম্বে শুরু হোক global ceasefire, অর্থাত্‍ বিশ্বব্যাপী সংঘর্ষবিরতি।
EiSamay.Com UN Secretary-General Antonio Guterres  calls for immediate global ceasefire amid coronavirus pandemic
রাষ্ট্রপুঞ্জের ঘোষণা



নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে সাংবাদিক বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, ‘ভাইরাসের এই করাল রূপ যুদ্ধের বোকামিকে যেন আরও একবার প্রকট করে তোলে। তাই এই কঠিন সময়ে দাঁড়িয়ে আজ আমি বিশ্বের সব প্রান্তে অবিলম্বে আন্তর্জাতিক সংঘর্ষবিরতির ঘোষণা করছি। সময়ের দাবি, এই মুহূর্তে সেনাবাহিনীকে লকডাউনে কাজে লাগানো এবং একজোট হয়ে জীবনের এই কঠিন লড়াই লড়ার। বন্ধুকের আওয়াজ, গোলাবর্ষন এবং এয়ারস্ট্রাইক অবিলম্বে বন্ধ হোক। যুদ্ধের রোগকে বিদায় জানিয়ে এই মুহূর্তে সেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই শুরু করা হোক যা সারা বিশ্বকে ঝাঁঝরা করে দিচ্ছে।’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল