অ্যাপশহর

লোহিত সাগরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইরানি তেলের ট্যাংকার

শুক্রবার ওই হামলায় ট্যাংকার থেকে লোহিত সাগরে তেল চুইয়ে পড়েছে। জাহাজটির ন্যাশেনল ইরানিয়ান অয়েল কম্পানীর যা সৌদি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে রয়েছে। এনআইটিসি জানিয়েছে, ট্যাংকারের সব কর্মীরা নিরাপদে রয়েছেন। জাহাজটিও স্থিতিশীল। জাহাজটির ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা করা হচ্ছে।

EiSamay.Com 11 Oct 2019, 1:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে ইরানের একটি তেল ট্যাংকারে সন্দেহজনক জোড়া ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার ওই হামলায় ট্যাংকার থেকে লোহিত সাগরে তেল চুইয়ে পড়েছে। জাহাজটির ন্যাশেনল ইরানিয়ান অয়েল কম্পানীর যা সৌদি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরে রয়েছে।
EiSamay.Com Iran


ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানি (এনআইটিসি) এক বিবৃতিতে জানিয়েছে, সাবিতি নামের জাহাজটির বাইরের দিকের অংশে আলাদা দুটি বিস্ফোরণ ঘটেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সম্ভবত ক্ষেপণাস্ত্র হামলার জেরে ওই বিস্ফোরণ ঘটতে পারে। এনআইটিসি জানিয়েছে, ট্যাংকারের সব কর্মীরা নিরাপদে রয়েছেন। জাহাজটিও স্থিতিশীল। জাহাজটির ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা করা হচ্ছে।

তবে মধ্যপ্রাচ্য নজরদারির দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট পাগানো বলেন, এই দুর্ঘটনার খবর ইতোমধ্যে তাঁদের কাছে এসেছে। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি। মধ্যপ্রাচ্যে ইরানের সবসময়ের অশান্তির সঙ্গী সৌদির তরফে এখন এই বিষয়ে কিছুই বলা হয়নি।

হরমুজ প্রণালীতে সাম্প্রতিক তেল ট্যাংকারের রহস্যজনক একের পর এক হামলার পর এবার ইরানি জাহাজে এই হামলার ঘটনা ঘটল। ইরানি সংবাদ সংস্থার সবত্রে খবর এই ঘটনায় তদন্ত চলছে। এদিনের ঘটনা সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে বলে তারা সন্দেহ করছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল