অ্যাপশহর

আমস্টারডামে ২ মার্কিনিকে ছুরি, পুলিশের সন্দেহ জঙ্গি হামলা

ডাচ পুলিশের আশঙ্কা, ওই দুই মার্কিনি জঙ্গি হামলার শিকার।

EiSamay.Com 2 Sep 2018, 12:04 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আমস্টারডাম কেন্দ্রীয় স্টেশনে দুই মার্কিন নাগরিক ছুরি হামলায় মারাত্মক রকম ঘায়েল হয়েছেন। ডাচ পুলিশের আশঙ্কা, ওই দুই মার্কিনি জঙ্গি হামলার শিকার। শুক্রবার বেলায় তাঁদের উপর হামলা হয়। ঘটনার জেরে রাজধানীর স্টেশন চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।
EiSamay.Com US


মার্কিন দূতাবাসের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়, ঘটনার শিকার দুই ব্যক্তই তাদের দেশের নাগরিক, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর উনিশের ওই যুবক আফগানিস্তানের বংশোদ্ভূত হলেও, বর্তমানে সে জার্মান নাগরিক। ধৃত ওই যুবক এখন হাসপাতালে পুলিশি ঘেরাটোপে রয়েছে। তার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

আমস্টারডাম পুলিশের এক কর্তা জানিয়েছেন, হামলাকারী ওই দুই মার্কিনির অপরিচিত। যে কারণে হামলার উদ্দেশ্য পরিষ্কার নয়। তবে, জঙ্গিযোগ তাঁরা উড়িয়ে দিতে পারেননি। পুলিশের ওই কর্তা জানান, সবরকমের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল