অ্যাপশহর

ট্রাম্প, বরিসের শুভেচ্ছা, বিলাওলের উৎসব

শুভেচ্ছা বার্তা এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছ থেকেও। ব্রিটিশ ভারতীয়দের উদ্দেশ্যে তাঁর বার্তা, 'আপনারা এই দেশের জন্য যা করেছেন, তা শ্রদ্ধার যোগ্য। আপনাদের অবদান ছাড়া ব্রিটেন এ জায়গায় পৌঁছতে পারত না। এই দিনটি আপনাদের কাছে এত অর্থবহ, কারণ, রাবণকে হারিয়ে এ দিনই নিজের রাজ্যে ফিরেছিলেন রাম-সীতা।

EiSamay.Com 27 Oct 2019, 9:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দিওয়ালি, আর তাই শুভেচ্ছাবার্তাও এল বিভিন্ন রাষ্ট্রনেতাদের তরফ থেকে। তার মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বারের মতো এ বারও হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উদ্‌যাপন শুরু করেন ট্রাম্প। প্রদীপ জ্বালানোর সেই ভিডিয়ো পোস্ট করে মার্কিন প্রেসিডেন্টের টুইট, 'যাঁরা দিওয়ালি পালন করছেন, তাঁদের উদ্দেশ্যে আমার এবং মেলানিয়ার বার্তা, আলোর উৎসব সুখের এবং আনন্দের হোক! শুভ দিওয়ালি।' হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, 'আমেরিকা এবং বিশ্বের অন্য প্রান্তের হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধদের জানাই, এই পবিত্র সময় আঁধার কাটিয়ে আলো, অশুভে নাশ করে শুভ এবং অজ্ঞতা কাটিয়ে জ্ঞানের জয়।' ট্রাম্পের দাবি, আমেরিকাজুড়ে দিওয়ালি পালন আদতে আমেরিকার ধর্মীয় স্বাধীনতারই পরিচায়ক। সংবিধানে বর্ণিত এই অধিকার মেনে সকলেই যাতে ধর্মীয় আচার পালন করতে পারে, সে ব্যাপারে তাঁর প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। এই বছরের দিওয়ালি আরও আনন্দ, ভালোবাসা এবং শান্তি নিয়ে আসুক, এমন প্রার্থনাই করেছেন ট্রাম্প।
EiSamay.Com trump-lights-diwali-light-in-oval-office


শুভেচ্ছা বার্তা এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছ থেকেও। ব্রিটিশ ভারতীয়দের উদ্দেশ্যে তাঁর বার্তা, 'আপনারা এই দেশের জন্য যা করেছেন, তা শ্রদ্ধার যোগ্য। আপনাদের অবদান ছাড়া ব্রিটেন এ জায়গায় পৌঁছতে পারত না। এই দিনটি আপনাদের কাছে এত অর্থবহ, কারণ, রাবণকে হারিয়ে এ দিনই নিজের রাজ্যে ফিরেছিলেন রাম-সীতা। তাঁদের পথ সাজানো হয়েছিল হাজার হাজার প্রদীপে। ব্রিটেনে হেমন্তের রাত যখন দীর্ঘায়ত, তখন এই অসাধারণ আলোর উৎসব নতুন উদ্দীপনা, ইতিবাচকতা ও আনন্দ নিয়ে আসে। এই উৎসব সকলকে একত্রে নিয়ে আসে।' ব্রিটেনের বিরোধী নেতা জেরেমি করবিনও টুইটে দিওয়ালি শুভেচ্ছা জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলায়ল ভুট্টো-জারদারি এ দিন সিন্ধ প্রদেশের কাশমোরে একটি গুরুদ্বারে গিয়ে দিওয়ালি উৎসবে যোগ দেন। সেখানে পাকিস্তানের হিন্দু ও শিখদের দিওয়ালি শুভেচ্ছা জানান তিনি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল