অ্যাপশহর

তথ্য ফাঁসেও ওবামা দায়ী, দাবি ট্রাম্পের

ট্রাম্প বলছেন , ‘আমি মনে করি , এর পিছনে প্রেসিডেন্ট ওবামার ভূমিকা রয়েছে৷

EiSamay.Com 1 Mar 2017, 10:40 am
ওয়াশিংটন : তাঁর প্রশাসনের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পিছনে এবং সম্প্রতি বিভিন্ন টাউনহলে রিপাবলিকানদের যে ক্ষোভের মুখে পড়তে হয়েছে , তার আড়ালে পূর্বসূরি বারাক ওবামার ভূমিকা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প৷
EiSamay.Com trump said he believes former president barack obama has been behind the leaks within his administration
তথ্য ফাঁসেও ওবামা দায়ী, দাবি ট্রাম্পের


গত এক মাসে বিভিন্ন টাউনহলে রিপাবলিকানরা প্রবল প্রতিবাদের সম্মুখীন হয়েছেন৷ ওই টাউনহলগুলির আয়োজনের সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকরা অনেকেই যুক্ত বলে উল্লেখ করে ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস ’ অনুষ্ঠানের জন্য সাক্ষাত্কার নিতে গিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল , এই ঘটনাগুলির পিছনে ওবামার কোনও ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন কি না এবং থাকলে সেটাকে প্রেসিডেন্টের অলিখিত আচরণবিধির বিরোধী বলা যায় কি না৷

জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান , এর পিছনে ওবামার ভূমিকা রয়েছে বলেই তাঁর ধারণা৷ তবে বিষয়টিকে আচরণবিধি ভাঙা নয় , বরং ‘রাজনীতি ’ হিসেবে দেখছেন তিনি৷

সোমবার রাতে ফক্সের তরফে ওই সাক্ষাত্কারের একটি অংশের ভিডিয়ো ক্লিপিং প্রকাশ করা হয়েছে৷ সেখানে ট্রাম্প বলছেন , ‘আমি মনে করি , এর পিছনে প্রেসিডেন্ট ওবামার ভূমিকা রয়েছে৷ কারণ , ওঁর লোকেরা নিঃসন্দেহে এর পিছনে রয়েছেন৷ ওই গোষ্ঠীর মারফত এমন কিছু তথ্য ফাঁস হয়েছে , যা সত্যিই গুরুতর বিষয়৷ কারণ , জাতীয় নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে সেগুলি খুবই খারাপ৷ কিন্ত্ত আমি এটাও বুঝি যে, রাজনীতি এ রকমই৷ এ সবের পিছনে ওঁর থাকার বিষয়েও বলব , এটা রাজনীতি৷ আর সম্ভবত , এ রকম চলতেও থাকবে৷ ’ তবে ক্লিপিংয়ে নিজের বক্তব্যের সমর্থনে কোনও প্রমাণ দেওয়ার চেষ্টা করেননি ট্রাম্প৷

রিপাবলিকানদের টাউনহলে কী ভাবে নিজেদের প্রতিবাদ তুলে ধরা যায় , সে বিষয়ে একেবারে তৃণমূল স্তর থেকে সংগঠন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে অরগ্যানাইজেশন ফর অ্যাকশন , মুভ -অন ডট ওআরজি -র মতো বিভিন্ন গোষ্ঠী৷ এই গোষ্ঠীগুলিই তাঁর প্রশাসনের তথ্য ফাঁসের পিছনে রয়েছে বলে আগেও অভিযোগ করেছিলেন ট্রাম্প৷ ফেব্রুয়ারির গোড়ার দিকে ফক্স নিউজকে তিনি বলেছিলেন , মেক্সিকো এবং অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথনের খবর ‘ওবামার লোকেদের ’ জন্যই সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল