অ্যাপশহর

চিকিত্‍সার মাঝেই সমর্থকদের সঙ্গে দেখা করতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ট্রাম্প!

গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁদের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে। ট্যুইট করে এ কথা জানান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

EiSamay.Com 5 Oct 2020, 9:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সবেতেই যেন তিনি ব্যতিক্রম। তাই তো করোনা আক্রান্ত হয়েও, শুধুমাত্র আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। গাড়ির ভিতর থেকেই হাত নাড়লেন তাঁর জন্যে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশে। আর এর পরেই উঠল সমালোচনার ঝড়। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি মেডিকাল সেন্টারের (Walter Reed Military Medical Centre) বাইরে বুলেটপ্রুফ গাড়িতে চেপেই বেরোলেন মাস্কে মুখ ঢাকা ট্রাম্প।
EiSamay.Com trump leaves walter reed hospital amid covid treatment, waves at supporters outside
হাসপাতালের বাইরে ডোনাল্ড ট্রাম্প!


তবে তাই এই আচরণে প্রশ্ন উঠল তাঁর বিচারবুদ্ধি নিয়েও। বিশেষজ্ঞদের মত, করোনা আক্রান্ত হয়ে চিকিত্‍সাধীন থাকাকালীন এভাবে বাইরে বেরিয়ে নিজের সরকারের তৈরি করা জনস্বাস্থ্য নিয়মবিধি ভঙ্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে তিনি বিপদের মুখে ঠেলে দিলেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মীদের স্বাস্থ্যও। এর আগেও বেশ কয়েকবার করোনা প্যানডেমিক সংক্রান্ত ভুল তথ্য দেওয়া এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার জন্যে কটাক্ষের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এদিন সমর্থকদের সঙ্গে সাক্ষাতে বেরোনোর আগে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে ট্যুইটারে যেখানে তাঁকে বলতে শোনা যায়, এখন তিনি কোভিড সম্পর্কে অনেক কিছু জানেন, কারণ নিজেই স্কুলে ভর্তি হয়েছেন। অর্থাত্‍ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় কোভিড সম্পর্কে আগের চেয়ে স্পষ্ট ধারণা হয়েছে তাঁর। কিন্তু এই ধরনের আচরণকে মোটেই সমর্থন করতে পারেননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, প্রেসিডেন্টের এই আচরণ দেখলেই বোঝা যায় করোনা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তৈরি হয়নি তাঁর। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার মেডিসিন বিভাগে প্রধান জেমস ফিলিপ্সের বক্তব্য, ‘প্রেসিডেন্টের এই অপ্রয়োজনীয় সফরের কারণে সেই সব মানুষকে এবার বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারানটিনে যেতে হবে, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন। তাঁরা অসুস্থ হতে পারেন, আবার মৃত্যুও হতে পারে। আর এই সবই শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যে। ট্রাম্প নাটকের খাতিরে এতজনের জীবন সংকটে ফেলে দিলেন। এটা সম্পূর্ণ পাগলামি।’

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডেরি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রত্যেক সাপোর্ট স্টাফের জন্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি ওয়াল্টার রিড মিলিটারি মেডিকাল সেন্টারের চিকিত্‍সকরাও ট্রাম্পকে বেরোনোর অনুমতি দিয়েছিলেন।

আরও পড়ুন: মেডিক্যাল স্যুটে হাসপাতালেই কর্মব্যস্ত ট্রাম্প! বিপদ কাটেনি, দাবি চিকিত্‍‌সকদের

অন্যদিকে এই কাজের তীব্র সমালোচনা করেছেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকাল এথিকস অ্যান্ড হেলথ পলিসি বিভাগের প্রধান জেকে ইমানুয়েল। ট্রাম্পের এই কাজকে তিনি লজ্জাজনক বলেছেন। গোটা ঘটনাকে তিনি পিআর স্টান্ট বলে কটাক্ষ করেন।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

    পরের খবর

    Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল