অ্যাপশহর

OMG: মাক্রোঁ-পত্নীর ফিগারে মুগ্ধ ট্রাম্প যা করলেন...

সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ট্যুইটারে

Ei Samay 14 Jul 2017, 7:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম দেখাতে যখন হ্যান্ডশেক করলেন, তখন থেকেই নিন্দুকদের চোখ কপালে। এরপর অপেক্ষা ছিল প্রশংসার। আর ফরাসি ফার্স্ট লেডির প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রশংসাই গত ২৪ ঘণ্টায় ট্রেন্ডিং। কারণ, প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বললেন, ‘ইউ আর ইন সাচ আ গুড শেপ...বিউটিফুল।’ সোজা বাংলায়, ‘আপনি ফিগারটা বেশ ধরে রেখেছেন!’
EiSamay.Com trump criticized for praising first lady of france youre in such good shape beautiful
OMG: মাক্রোঁ-পত্নীর ফিগারে মুগ্ধ ট্রাম্প যা করলেন...


এরপরই যথারীতি ভাইরাল হয়ে যান ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট মাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ফ্রান্স সফর করছেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। প্যারিসে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে করমর্দনের পরই ব্রিজিটের দিক এগিয়ে যান ডন। এরপর দু’জনকে করমর্দন করতে দেখা করতে যায়। নিজের হ্যান্ডশেক-এর ধরনের জন্য ‘খ্যাতি’ আছে মার্কিন প্রেসিডেন্টের। এক্ষেত্রেও অন্যথা হয়নি। ফরাসি ফার্স্ট লেডির হাতটি বেশ কিছুক্ষণ ধরে রাখেন ট্রাম্প। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ট্যুইটারে।
Live television. Trump just yanked Brigitte Macron's hand. What's wrong with this guy?! pic.twitter.com/zGiwc2wlzn — Arjun Sethi (@arjunsethi81) July 13,2017 এরপর প্যারিসের বিখ্যাত ‘লেস ইনভ্যালিডেস’ মিউজিয়ামে যান ট্রাম্প ও মাক্রোঁ দম্পতি। বৃহস্পতিবার সফর শেষে ফিরে যাওয়ার সময় গল্প করার সময়ই ‘শরীর ধরে রাখার জন্য’ ফরাসি ফার্স্ট লেডি’র ডন। ট্রাম্প বলেন, ‘আপনি ফিগারটা বেশ ধরে রেখেছন।’ এরপরই প্রেসিডেন্ট মাক্রোঁর দিকে তাকিয়ে ডন বলেন, ‘সুন্দর।’ কিন্তু, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসাই নিন্দার ঝড় তোলে নেটিজেনদের মধ্যে।



প্রসঙ্গত, নিজের থেকে বয়সে ২৫ বছরের বড় স্কুল শিক্ষিকা’কে বিয়ে করেছেন ফরাসি প্রেসিডেন্ট। মাক্রোঁ’র এই সিদ্ধান্তে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও তা বরাবর খারিজ করে এসেছেন তিনি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল