অ্যাপশহর

পাহাড়চূড়ায় আতঙ্ক! সারা রাত মঁ ব্লঁয়ে কেব্‌ল কারে আটক পর্যটকরা

বরফ-ঘেরা পাহাড়ের ঢালে কেবল কারে সারা রাত বন্দি ৪৫ জন পর্যটক। যার মধ্যে ছিল ১০ বছরের এক বালকও। ফেঞ্চ আল্পস-এর মঁ ব্লঁ পাহাড়ে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

EiSamay.Com 9 Sep 2016, 5:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বরফ-ঘেরা পাহাড়ের ঢালে কেবল কারে সারা রাত বন্দি ৪৫ জন পর্যটক। যার মধ্যে ছিল ১০ বছরের এক বালকও। ফেঞ্চ আল্পস-এর মঁ ব্লঁ পাহাড়ে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। শুক্রবার সকালের মধ্যেই অবশ্য সব পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। শারীরিক ভাবে সুস্থ থাকলেও হাড়হিম করা ঠাণ্ডায় হিমবাহের ওপরে মঁ ব্লঁ-র ৩,৬০০ মিটার উচ্চতায় সারা রাত ঝুলন্ত অবস্থায় থাকার ফলে আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদের।
EiSamay.Com tourists trapped in mont blanc cable car overnight rescued
পাহাড়চূড়ায় আতঙ্ক! সারা রাত মঁ ব্লঁয়ে কেব্‌ল কারে আটক পর্যটকরা


ফরাসি শহর চ্যামোনিক্স-এর স্থানীয় প্রশাসন জানায় যে কেবল আটকে গিয়েই এই বিপত্তি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা আড়াইটে নাগাদ পরপর বেশ কয়েকটি পর্যট বোঝাই কেবল কার মঁ ব্লঁ-র ওপারে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু মাঝপথে পরপর দাঁড়িয়ে পড়ে সেগুলি। ভেতরে ছিলেন ১১০ জন পর্যটক। এভাবে কেটে যায় বেশ কয়েক ঘণ্টা। আতঙ্কে অস্থির হয়ে ওঠেন পর্যটকরা।

প্রায় ঘণ্টা দশেক পর উদ্ধারকাজে আসে বেশ কয়েকটা হেলিকপ্টার। কপ্টারগুলিকে আটকে পড়া কেবল কারগুলির কাছে এনে দড়ি বেঁধে পর্যটকদের উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু সেখানেও বাধ সাধে প্রকৃতি। কুয়াশা অত্যন্ত বেড়ে যাওয়ায়, পরিবেশ প্রতিকূল হয়ে ওঠে। ৬৫ জনকে রাতে উদ্ধার করা সম্ভব হলেও ৪৫ জন সারা রাত ওই অবস্থায় থাকতে বাধ্য হন। তবে তাঁদের সঙ্গে ছিলেন পাঁচ জন উদ্ধারকর্মীও। কম্বল, খাবার ও জল দেওয়া হয় আটকে পড়া পর্যটকদের। শুক্রবার সকালে ওই ৪৫ জনকে কেবল কার থেকে বের করে আনা হয়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল