অ্যাপশহর

ইরাকের মাজারে পদপিষ্ট হয়ে মৃত ৩১, জখম ১০০

সংবাদ সংস্থা আলজাজিরা সূত্রে খবর, কয়েক লক্ষ মানুষ তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসেন মাজারের দিকে যাওয়ার সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে, আতঙ্ক তৈরি হয়। সেসময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে।

EiSamay.Com 10 Sep 2019, 11:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইরাকের কারবালায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আশুরার দিনে কারবালায় তাজিয়া মিছিলের সময় প্রবল ভিড়ের চাপে ইমাম হোসেনের মাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র সইফ আল-বদর আশঙ্কা প্রকাশ করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গিয়েছে, এদিনের ঘটনায় আরও ১০০ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা সংকটজনক।
EiSamay.Com toll in iraq shrine stampede rises to 31 dead


সংবাদ সংস্থা আলজাজিরা সূত্রে খবর, কয়েক লক্ষ মানুষ তাজিয়া মিছিল নিয়ে ইমাম হোসেন মাজারের দিকে যাওয়ার সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে, আতঙ্ক তৈরি হয়। সেসময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে।

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত ১৬ শিয়াপন্থী ভক্ত, আহত ৭৫

হিজরি ৬১তম বর্ষের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম মুসলমানদের শেষ নবী হজরত মহম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে খলিফা ইয়াজিদের বাহিনীর হাতে শহিদ হন। মুসলমানদের শিয়া ও সুন্নি মতবাদে বিভক্ত হওয়ার ক্ষেত্রে ওই ঘটনা বড় ভূমিকা রাখে।

ইমাম হোসেনের মৃত্যুর দিনটি মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

আশুরার দিনে লক্ষ লক্ষ মানুষ তাজিয়া মিছিল নিয়ে সমবেত হন কারবালায় ইমাম হোসেনের সমাধি প্রাঙ্গণে। আলজাজিরা সূত্রে খবর, মঙ্গলবার অন্তত ৩০ লক্ষ মানুষ এই শোকের মিছিলে সমবেত হয়েছিলেন।

কারবালায় পদপিষ্ট হয়ে মৃত ১৬ শিয়াপন্থী ভক্ত, আহত ৭৫

আবুধাবি ভিত্তিক দ্য ন্যাশনালের খবরে বলা হয়, ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় ইমাম হোসেনকে বাঁচতে কাছের এক গ্রাম থেকে দৌঁড়ে গিয়েছিলেন তাঁর সৎ ভাই আল আব্বাস। কিন্তু ততক্ষণে নিহত হন হোসেন। সেই ঘটনার স্মরণে আশুরার দিন দুপুরে প্রায় দুই কিলোমিটার পথ দৌড়ে ইমাম হোসেনের কবরে পৌঁছন তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা। মঙ্গলবার সেই দৌড়ের মধ্যেই ভিড়ের চাপে ধাক্কাধাক্কিতে পদপিষ্টের ঘটনা ঘটে বলে কারবালার নিরাপত্তারক্ষীরা জানান।

ইরাকের একনায়ক সাদ্দাম হুসেনের শাসনকালে আশুরা দিবসে প্রকাশ্যে কারবালা যুদ্ধের দৃশ্য অভিনয় করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। বর্তমান প্রশাসন অবশ্য বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করেছে। ২০০৫ সালে বাগদাদের ইমাম খাদিম মাজারে সুইসাইড বোম্বারের গুজবে অন্তত ৯৬৫ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল