অ্যাপশহর

কোথাও রক্তবৃষ্টি, কোথাও লাগাতার বজ্রপাত, কোথাও বা আকাশ থেকে পড়ছে মাছ!

অনন্য ৭টি প্রাকৃতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে বা দেখলে সত্যি বলে বিশ্বাসই করতে পারবেন না।

EiSamay.Com 9 Jun 2016, 7:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রকৃতি খামখেয়ালি। তার প্রমাণ আমরা এর আগেও পেয়েছি বহুবার। প্রকৃতির খামখেয়ালিপনাতেই বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যায় নানা অদ্ভুত, আশ্চর্য প্রাকৃতিক ঘটনা। সাদা চোখে মানুষের কাছে তা একেবারেই অবিশ্বাস্য, অভূতপূর্ব। সেরকমই অনন্য ৭টি প্রাকৃতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে বা দেখলে সত্যি বলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথম কিস্তিতে আজ রইল তিনটি বিরল ও অদ্ভুত প্রাকৃতিক ঘটনা।
EiSamay.Com three most incredible natural phenomena ever seen
কোথাও রক্তবৃষ্টি, কোথাও লাগাতার বজ্রপাত, কোথাও বা আকাশ থেকে পড়ছে মাছ!


১. কেরালার রক্তবৃষ্টি

২০০১ সালে ২৫ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর কেরালার আকাশ থেকে ঝরে পড়ে লাল রঙের বৃষ্টি। প্রবল বৃষ্টির পর জামাকাপড়ে যে দাগ পড়ে যায়, তা দেখতে অনেকটা রক্তের ছোপের মতো ছিল। এর থেকেই সারা বিশ্বে এই ঘটনা রক্ত বৃষ্টি হিসেবে পরিচিত হয়ে যায়। ১৯৮৬ সালেও একবার এমনটা হয়েছিল। উল্কা বিস্ফোরণের জন্যও বৃষ্টির জল লাল হয়ে থাকতে পারে বলে মনে করা হলেও, পরে সরকারের গবেষণায় উঠে আসে, স্থানীয় প্রাকৃতিক অবস্থানের কারণেই এই ঘটনা ঘটেছে। অনেক জায়গায় হলুদ, সবুজ ও কালো বৃষ্টিও হয়েছে বলে খবর রটে।

২. ভেনেজুয়েলার অনন্ত বজ্রপাত

রহস্যময় ক্যাটাটুম্বো বজ্রপাত বিশ্বের এক অনন্য প্রাকৃতিক ঘটনা। ভেনেজুয়েলার ক্যাটাটুম্বো নদির মোহনায় দুই মেঘের মাঝখানে প্রায় ৫ কিলোমিটারেরও বেশি লম্বা বিদ্যুত্‍‌ তরঙ্গ দেখা দেয়। বছরের মধ্যে ১৪০-১৬০ রাতে দেখা যায় এই অভূতপূর্ব দৃশ্য। এক রাতে টানা প্রায় ১০ ঘণ্টা দেখা যায় এই ঘটনা।

৩. হন্ডুরাসে মাছের বৃষ্টি

মেক্সিকো দক্ষিণে ছোট শহর হন্ডুরাস। সেখানে মাছের বৃষ্টি খুব পরিচিত এক লোককথা। সাধারণত মে থেকে জুলাই মাসে এমন অদ্ভুত প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করা যায়। প্রথম ঘন কালো মেঘ, তারপর বজ্রপাত, প্রবল ঝড় ও ২-৩ ঘণ্টার মুষলধারে বৃষ্টি। এরপর বৃষ্টি থামলেই দেখা যায়, রাস্তায় পড়ে রয়েছে কয়েকশো জ্যান্ত মাছ। ১৯৯৮ সাল থেকে ইয়োইয়ো শহরে পালন করা হচ্ছে মাছ বৃষ্টির উত্‍‌সব।

(চলবে)

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল