অ্যাপশহর

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পদপিষ্ট হয়ে মৃত ৩

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু'টি শিশুও রয়েছে।

EiSamay.Com 16 Sep 2017, 8:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু'টি শিশুও রয়েছে। খাবার ও জামাকাপড় বিলির সময় প্রচণ্ড হুড়োহুড়িতে তারা পড়ে গিয়েছিল। মৃত আর একজন মহিলা।
EiSamay.Com three killed in bangladesh rohingya refugee camp stampede
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পদপিষ্ট হয়ে মৃত ৩


রাষ্ট্রপুঞ্জের এক বিবৃতিতে জানা গিয়েছে, শুক্রবার কক্সবাজারের বালুখালি শরণার্থী শিবিরে এই মার্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে কয়েক হাজার রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছেন। শুক্রবার শিবিরে খাবার ও জামাকাপড় পৌঁছলে, তা বিলির আগেই শরণার্থীরা হুড়োহুড়ি শুরু করে দেন। খাবার নিয়ে কাড়াকাড়ি-হাতাহাতি শুরু হয়ে যায়। হুড়োহুড়িতে দুটি বাচ্চা ও এক মহিলা পড়ে গেলে, ভিড়ের পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়।
সূত্রের খবর, বালুখালির রোহিঙ্গা শরণার্থী শিবিরের কাছে, পানবাজার অঞ্চলে বেসকারি উদ্যোগে এই ত্রাণ বিলি চলছিল। তখনই দুর্ঘটনা ঘটে।

যদিও পুলিশ পদপিষ্ট হয়ে তিন রোহিঙ্গার মৃত্যুর খবর অস্বীকার করেছে। তবে, শিবিরের এক রোহিঙ্গা শিশু, বয়স যার ছ-মাস, নিউমোনিয়ায় শুক্রবার মারা গিয়েছে বলে জানানো হয়েছে। মারা গিয়েছেন, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধও।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল