অ্যাপশহর

অল্পের জন্য ভেস্তে গেল বৃহত্তম ব্যাঙ্ক ডাকাতির ছক!

প্রস্তুতি চলছিল সবচেয়ে বড় ব্যাঙ্ক ডাকাতির। কিন্তু তীরে এসে তরী ডুবল। লক্ষ্যে পৌঁছনোর সামান্য আগে পুলিশের জালে ধরা পড়ল ১৬ জন।

EiSamay.Com 4 Oct 2017, 3:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রস্তুতি চলছিল সবচেয়ে বড় ব্যাঙ্ক ডাকাতির। কিন্তু তীরে এসে তরী ডুবল। লক্ষ্যে পৌঁছনোর সামান্য আগে পুলিশের জালে ধরা পড়ল ১৬ জন। কিন্তু ডাকাতি করতে তাদের প্রস্তুতি দেখে রীতিমত তাজ্জব দুঁদে পুলিশ অফিসাররাও।
EiSamay.Com they spent months digging tunnel to steal 317 million from bank caught
অল্পের জন্য ভেস্তে গেল বৃহত্তম ব্যাঙ্ক ডাকাতির ছক!


ব্রাজিলের সাও পাওলোর সরকারি ব্যাঙ্ক 'ব্যাঙ্কো দো ব্রাসিল'-এর ভল্টে ডাকাতি করার ছক কষেছিল এই ডাকাতরা। দীর্ঘদিন ধরে চলেছে প্রস্তুতি। ব্যাঙ্ক থেকে কিছু দূরে একটি বাড়ি থেকে মাটির নিচে সূড়ঙ্গ খোঁড়া চলে চার মাস ধরে। ব্যাঙ্ক থেকে টাকা ভর্তি কার্ট নিয়ে পালানোর জন্য টানেলে বসানো হয় ট্র্যাক, লাগানো হয় বিদ্যুত্‍ ব্যবস্থাও। ভল্ট থেকে ৩১৮ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ২০০০ কোটি টাকারও বেশি সরানোর তালে ছিল ডাকাতরা।

ভল্ট থেকে আর মাত্র কয়েক মিটার দূরে ছিল ডাকাতরা। সেই সময়ই পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা। ডাকাতরা সফল হলে এটাই হত ব্রাজিলের সবচেয়ে বড় ব্যাঙ্ক ডাকাতি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল