অ্যাপশহর

আজব এই জাপানি বোমা ছুড়ে মারলেই জ্যান্ত, আস্ত পেঙ্গুইন!

'পেঙ্গুইন বম্ব' বানিয়ে তাবড় বিশ্বের সমীহ আদায় করে নিল জাপান।

EiSamay.Com 23 Oct 2017, 9:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'পেঙ্গুইন বম্ব' বানিয়ে তাবড় বিশ্বের সমীহ আদায় করে নিল জাপান। হ্যাঁ, ঠিকই শুনছেন, পেঙ্গুইন বোম-ই।
EiSamay.Com the penguin bomb a cute paper creation from japan thats capturing hearts across the internet
আজব এই জাপানি বোমা ছুড়ে মারলেই জ্যান্ত, আস্ত পেঙ্গুইন!

দুনিয়ায় এতকিছু থাকতে ধ্বংসাত্মক বোমার সঙ্গে নিরীহ-মিষ্টি স্বভাবের পেঙ্গুইনের নামটি কেন জুড়ে দেওয়া হল, তা নিয়ে অবশ্য সমালোচনার জায়গা রাখেনি এশীয় এই দেশটি। কারণ, এ বোমা ভূমিস্পর্শমাত্র 'পেঙ্গুইন' হয়েই বিস্ফোরিত করবে আপনার চোখজোড়াকে।



হেঁয়ালি না-করে, আসুন, পরিচয় করানো যাক হারুকি নাকামুরার সঙ্গে। উনিই এর স্রষ্টা। আট থকে আশি নাকামুরাকে তাঁর শিল্পকর্মের জন্য কুর্নিশ জানাতে বাধ্য। কাগজ দিয়েই নিজের শিল্পকর্ম সৃষ্টি করেন নাকামুরা। তা তো অনেকেই করেন। কিন্তু, হারুকি নাকামুরা এই শিল্পকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। 'রাবার ব্যান্ড' জুড়ে তিনি 'কাগুজে খেলনা'কে যে মাত্রায় নিয়ে গিয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য।



সোশ্যাল দুনিয়াই ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এই জাপানি শিল্পীর কারুকাজ। শুধু পেঙ্গুইনেই থেমে না-থেকে ডাইনোসর হয়ে চলছে তাঁর বোম সিরিজ। নাকামুরার কথায়, একবার দেখে লোকে চিরজীবন মনে রাখে, এমন শিল্পই আমি বানাতে চেয়েছি।...

আপনাদের জন্য রইল হারুকি নাকামুরার পেঙ্গুইন বোমার ভাইরাল ভিডিয়োটি....

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল