অ্যাপশহর

চিনের বুলেট ট্রেন ঠিক কেমন জানুন খোদ সাক্ষীর জবানিতেই

বেশ কিছু দিন হল চিনের তীব্র গতি সম্পন্ন হাইস্পিড ট্রেনের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি চিনা বুলেট ট্রেনে সফর করে এলেন এক ভারতীয়।

EiSamay.Com 29 Aug 2016, 9:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বেশ কিছু দিন হল চিনের তীব্র গতি সম্পন্ন হাইস্পিড ট্রেনের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি চিনা বুলেট ট্রেনে সফর করে এলেন এক ভারতীয়। তাঁর ক্যামেরায় ধরা পড়ল স্টেশন ও কামরার অন্দরসজ্জা।
EiSamay.Com the inside of the chinese bullet train
চিনের বুলেট ট্রেন ঠিক কেমন জানুন খোদ সাক্ষীর জবানিতেই


চিনের ন্যানজিং শহর থেকে শাংহাই পর্যন্ত রেলসফরে পাড়ি দিতে হয় মোট ৩১০ কিমি। হাই স্পিড ট্রেন এই যাত্রা ২ ঘণ্টারও কম সময়ে শেষ করে। পথে পড়ে ৬টি স্টেশন, সেখানে ক্ষণিকের জন্য থামা। আবার ননস্টপ হাইস্পিড ট্রেনও রয়েছে এই পথে। তাতে সময় লাগে মাত্র ৭০ মিনিট।

প্রতিটি ট্রেনে রয়েছে তিনটি শ্রেণিতে যাত্রার সুবিধা। ট্রেনগুলির অন্দরসজ্জা দেখে তাক লেগে যায়। পরিচ্ছন্ন ও আরামপ্রদ সফরের জন্য এই ট্রেন অপরিহার্য। ট্রেনের একমাত্র অসুবিধে হল ওয়াইফাই পরিষেবার অভাব।

চিনের এই তীব্র গতির ট্রেনে সম্প্রতি সওয়ার হয়েছিলেন নবীন গোস্বামী। তাঁর অনন্য অভিজ্ঞতার কিছু ঝলক ফুটে উঠল ছবিতে।


১) ন্যানজিং রেল স্টেশনের বাইরের অংশ।


২) রয়েছে এসকেলেটরের সুবিধা।


৩) প্রথম শ্রেণির কামরার ভিতরে। এখানে পাশাপাশি তিন জন বসার মতো আসনের ব্যবস্থা রয়েছে।


৪) প্রথম শ্রেণির সাধারণ আসনের সঙ্গে তুলনা করা যায় যে কোনও এয়ারলাইনের বিজনেস ক্লাস সিটের।


৫) ইচ্ছে করলে এই আসনকে বিছানায় বদলে নেওয়া যায়।


৬) এই ডিসপ্লে উইন্ডোতে দেখে নেওয়া যায় ট্রেনের গতিবেগ। ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনটি ঘণ্টায় ৩০৫ কিমি বেগে দৌড়চ্ছে।


৭) সিট অ্যাডজাস্টমেন্ট প্যানেল।


৮) সামনের আসনের পিছনে লাগানো স্ক্রিনে নানান বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। তবে সবই চিনা ভাষায়।


৯) টয়লেট কিউবিক্‌ল।


১০) ট্রেনের শৌচাগার।


১১) দ্বিতীয় শ্রেণির কামরার অন্দরসজ্জা। এখানে পাশাপাশি ৪ জনের বসার ব্যবস্থা রয়েছে।


১২) তৃতীয় শ্রেণির কামরার ভিতরে। এখানে পাশাপাশি ৫ জন যাত্রী বসতে পারেন।

তথ্য ও ছবি সৌজন্য: নবীন গোস্বামী

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল