অ্যাপশহর

বিশ্বের নিকৃষ্টতম বিমান পরিষেবায় প্রায় শীর্ষে 'বাংলাদেশ'!

হ্যাঁ, এই সংস্থার পরিষেবা এতটাই খারাপ মানের যে, বিশ্বের শীর্ষবাছাই ২১টি বিমান পরিষেবার মধ্যে জ্বলজ্বল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নাম।

EiSamay.Com 20 Dec 2016, 7:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের নিকৃষ্টতম বিমান সংস্থাগুলির মধ্যে শীর্ষস্থান পেল বাংলাদেশ বিমান। হ্যাঁ, এই সংস্থার পরিষেবা এতটাই খারাপ মানের যে, বিশ্বের শীর্ষবাছাই ২১টি বিমান পরিষেবার মধ্যে জ্বলজ্বল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নাম।
EiSamay.Com the 21 worst airlines in the world
বিশ্বের নিকৃষ্টতম বিমান পরিষেবায় প্রায় শীর্ষে 'বাংলাদেশ'!


সম্প্রতি ব্রিটেনের দ্য টেলিগ্রাফ সংবাদসংস্থা বিশ্বের খারাপ বিমান পরিষেবাগুলির একটি তালিকা তৈরি করে। নাম দেওয়া হয়েছে, 'দ্য টোয়েন্টি ওয়ান ওর্স্ট এয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড।' সেই তালিকায় বিমান বাংলাদেশ ছাড়াও রয়েছে, 'বাহামাসেইর', সোফিয়ার 'বুলগেরিয়া এয়ার', চিনের 'চায়না ইউনাইটেড এয়ারলাইন্স', কিউবার 'কিউবানা এয়ারলাইন্স', 'ইরান এয়ার', ইন্দোনেশিয়ার 'লায়ন এয়ার', ইরানের 'মাহান এয়ার', 'নেপাল এয়ারলাইন্স', তুরস্কের 'অনুর এয়ার' ও 'পেগাসাস এয়ারলাইন্স, প্রাগের ‘স্মার্ট উইংস’, আমেরিকার ফ্লোরিডা ভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইন্স’, সুদান ‘এয়ারওয়েজ’, ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, ‘তুর্কমেনিস্তান এয়ারলাইন্স’, ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’, প্রভৃতি সংস্থা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল