অ্যাপশহর

১ কোটি ৮৩ লক্ষ টাকা বেতন, ১২ সপ্তাহ ছুটি, 4-day Week! সোনার চাকরিতেও মিলছে না লোক

খুব সামান্য খরচে থাকার বন্দোবস্ত। সপ্তাহে ৪ দিন ডিউটি। বছরে ১২ সপ্তাহ ছুটি। কোনও নাইট ডিউটি নেই। সপ্তাহান্তে কাজ করতে হবে না।

EiSamay.Com 24 Feb 2016, 2:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বেতন বার্ষিক ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা)। খুব সামান্য খরচে থাকার বন্দোবস্ত। সপ্তাহে ৪ দিন ডিউটি। বছরে ১২ সপ্তাহ ছুটি। কোনও নাইট ডিউটি নেই। সপ্তাহান্তে কাজ করতে হবে না। সদ্য MBBS পাশ করে উচ্চ বেতনের চাকরি খুঁজছেন? নিউ জিল্যান্ডের ছবির মতো গ্রাম টোকোরোয়ায় তাহলে আপনাকে লুফে নেবে। কারণ সোনার মতো এই চাকরিতেও কেউ আবেদন করতে চাইছেন না। গত ৪ মাস ধরে একটিও আবেদনপত্র জমা পড়েনি। একজন জুনিয়র ডাক্তারও টোকোরোয়ায় চাকরিতে আগ্রহ দেখাচ্ছেন না।
EiSamay.Com the 190000 a year job that nobody wants
১ কোটি ৮৩ লক্ষ টাকা বেতন, ১২ সপ্তাহ ছুটি, 4-day Week! সোনার চাকরিতেও মিলছে না লোক


নিউ জিল্যান্ডের কান্ট্রিসাইডে টোকোরোয়া যেন এক কথায় শিল্পীর ক্যানভাসে ফুটিয়ে তোলা কোনও জলছবি। মনোরম আবহাওয়া। ঝাঁ চকচকে রাস্তাঘাট। দূষণ প্রায় নেই। ফুলের গাছে চারদিক রঙিন। পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম। এহেন টোকোরোয়ায় তীব্র অভাব ডাক্তারের। গোটা গ্রামে মাত্র একজন ডাক্তার। ৬১ বছর বয়সি অ্যালান কেনি। সম্প্রতি একা অ্যালানের পক্ষে অত রোগী সম্ভব হচ্ছে না। তাই আর কয়েকজন জুনিয়র ডাক্তারের বড় দরকার হয়ে পড়েছে।

অ্যালানের কথায়, 'এক এক দিনে প্রায় ৫০ জন রোগী দেখতে হয়। প্রায় ৬ হাজার রোগীর চাপ। মাঝে মাঝে তো সকাল সাড়ে ৮টা থেকে টানা সন্ধে ৬টা পর্যন্ত রোগী দেখি। খাওয়ারও সময় পাই না। আরেকজন ডাক্তার থাকলে খুব ভালো হয়। এত ভালো অফারেও কোনও ডাক্তারির ছাত্র আবেদনই করছেন না। আমি কয়েকদিন যে ছুটি নেব, তারও উপায় নেই।'
কেন এই অবস্থা?

অ্যালান জানাচ্ছেন, মূলত খারাপ যোগাযোগ ব্যবস্থার জন্যই কোনও ডাক্তারির ছাত্র আধুনিক জীবন ছেড়ে টোকোরোয়ায় আসতে চাইছেন না। এখান থেকে সবচেয়ে অসুবিধে হল, বড় শহর অনেকটাই দূরে। টোকোরোয় মোট সাড়ে ১৩ হাজার লোকের বসবাস। গুরুত্বপূর্ণ কাজের জন্য তাঁদের সবাইকেই অকল্যান্ড যেতে হয়। অকল্যান্ড এখান থেকে প্রায় ২১০ কিলোমিটার। স্রেফ এই কারণেই প্রচুর অর্থ ও ছুটি থাকা সত্ত্বেও কোনও জুনিয়র ডাক্তার চাকরির আবেদন করছেন না।

অ্যালান বলছেন, 'আমি আমার কাজকে খুবই ভালোববাসসি। আমি থাকতেও চাই এখানে। এই মনোরম পরিবেশে থাকতে খুব ভালো লাগে। কিন্তু আমারও তো ছুটি দরকার হয়। জুনিয়র ডাক্তাররা এই আকর্ষণীয় চাকরিতে আসুক।'

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল