অ্যাপশহর

আমেরিকার কানসাসে খুন ভারতীয় ডাক্তার

আমেরিকার কানসাসে আততায়ীর ছুরিতে নিহত হলেন মধ্যবয়সি এক ভারতীয় ডাক্তার। নিহত ডাক্তার অচ্যুত রেড্ডি আদতে তেলেঙ্গানার নালগোন্ডার বাসিন্দা।

EiSamay.Com 15 Sep 2017, 12:47 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকার কানসাসে আততায়ীর ছুরিতে নিহত হলেন মধ্যবয়সি এক ভারতীয় ডাক্তার। নিহত ডাক্তার অচ্যুত রেড্ডি আদতে তেলেঙ্গানার নালগোন্ডার বাসিন্দা।
EiSamay.Com telugu doctor stabbed to death in kansas city of usa
আমেরিকার কানসাসে খুন ভারতীয় ডাক্তার


পুলিশ সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ কানসাস শহরের পূর্ব উইচিটায় ক্লিনিকের মধ্যেই তাঁকে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে এই কানসাসেই আর এক তেলুগু টেকি শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে হত্যা করা হয়েছিল।

ভারতীয় ডাক্তার হত্যার ঘটনায় উমর রশিদ দত্ত নামে বছর বাইশের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, আততায়ী যুবক ওই ডাক্তারের সঙ্গেই বুধবার সন্ধ্যায় ক্লিনিকে এসেছিলেন। সেখানে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু-জনের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তার মধ্যেই ক্লিনিক ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন ওই তেলুগু ডাক্তার। সেসময় পিছন থেকে এলোপাথাড়ি ছোরা মেরে, খুন করা হয় ডাক্তার অচ্যুত রেড্ডিকে।

১৯৮৬ সালে হায়দরাবাদের ওসমানিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে আমেরিকায় যান উচ্চতর পড়াশোনার জন্য। এরপর কানসাস মেডিক্যাল স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে, ১৯৮৯ সাল থেকে সাইকিয়াট্রিস্ট হিসেবে প্র্যাক্টিস শুরু করেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল