অ্যাপশহর

নীল আভা ছড়াচ্ছে রাতের সমুদ্র, প্রমাদ গুণছেন বিজ্ঞানীরা

রাতের সমুদ্রে দেখা দিয়েছে উজ্জ্বল নীল আভা। অপরূপ সেই ছবিতে মুগ্ধ ইনস্টাগ্রাম। কিন্তু অনেকেই জানেন না, এর পিছনে রয়েছে সর্বনাশের ইঙ্গিত।

EiSamay.Com 18 Mar 2017, 5:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টাসমানিয়া উপকূলে রাতের সমুদ্রে দেখা দিয়েছে উজ্জ্বল নীল আভা। অপরূপ সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পরে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই জানেন না, প্রাকৃতিক শোভার পিছনে রয়েছে সর্বনাশের ইঙ্গিত।
EiSamay.Com tasmanian sea glows in the dark environmentalists sense danger
নীল আভা ছড়াচ্ছে রাতের সমুদ্র, প্রমাদ গুণছেন বিজ্ঞানীরা


টাসমানিয়ার প্রিজার্ভেশন বে এবং রকি কেপের কাছে রাতের অন্ধকারে জ্বলজ্বল করছে সমুদ্রের ঢেউ। জীববিজ্ঞানীরা জানিয়েছেন, জলে উজ্জ্বল নীল আলোর আভা সৃষ্টি হওয়ার পিছনে রয়েছে এককোষী প্রাণী প্ল্যাঙ্কটনদের উপস্থিতি। এই জাতের প্ল্যাঙ্কটনদের বৈজ্ঞানিক নাম 'নক্টিলুকা সিনটিলান্স', বা সামুদ্রিক বিচ্ছুরণ। বিশ্বের বিভিন্ন স্থানে এমন আভা দেখতে পাওয়া গেলে বুঝতে হবে জলে এই জাতীয় প্ল্যাঙ্কটনের ঝাঁক উপস্থিত হয়েছে।



প্ল্যাঙ্কটনদের শরীর থেকে এমন অসাধারণ বিচ্ছুরণ তখনই বের হয় যখন তারা বিপদের আঁচ পায়। সোজা কথায়, এ হল শত্রুকে ভয় দেখিয়ে তাড়ানোর উপায়। সমুদ্রে আচমকা ভিন্ন দিকের স্রোত এলে, কোনও বিপজ্জনক প্রাণী কাছাকাছি চলে এলে অথবা নৌকো বা জাহাজ ভেসে গেলে এককোষী এই জীবদের শরীর থেকে নীলাভ আভা বের হয়, যা রাতের অন্ধকারে অপার্থিব বলে মনে হয়।

টাসমানিয়ায় এর আগে এমন দৃশ্য দেখা যায়নি কারণ সেখানে কোনও দিন প্ল্যাঙ্কটনদের উপস্থিতি ছিল না। আসলে ওই অঞ্চলের সমুদ্রের তাপমাত্রা এত কম যে তাতে প্ল্যাঙ্কটনরা জীবিত থাকে না। তাহলে কী কারণে হঠাত্‍ টাসমানিয়ার সমুদ্রে নীলাভ আভা দেখা দিয়েছে?



পরিবেশবিদরা জানিয়েছেন, গত দুই দশকে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই টাসমানিয়া উপকূলে প্ল্যাঙ্কটনদের আগমন ঘটেছে। উষ্ণায়নের জেরে পূর্ব অস্ট্রেলীয় সামুদ্রিক স্রোতের তাপমাত্রা উল্লেখজনক হারে বেড়ে যাওয়া দেখা দিয়েছে অন্য সমস্যাও। বহিরাগত প্ল্যাঙ্কটনরা এই অঞ্চলের সমুদ্রে ভিড় করতে শুরু সকরার অর্থ, সেখানকার আদি প্রাণীদের খাদ্যের ভাঁড়ারে টান পড়া। এর জেরে ব্যাহত হচ্ছে পরিবেশের ভারসাম্য। ফলে ভবিষ্যতে দেখা দেবে আরও জটিল কোনও বিপদ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার বদলে এই চিন্তাতেই কপালে ভাঁজ বাড়ছে পরিবেশবিদদের।

# Bioluminescence has been making a big 'splash' on the North West Coast over the last few days.
# Caused by tiny plankton called ‘Noctiluca Scintillans’ (or sea sparkle), the natural phenomenon is found in numerous places around the world.
# But it isn’t all good news, as the plankton’s arrival in the northwest is an indicator of increasingly warming oceans in that region.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল