অ্যাপশহর

গোয়েন্দা ঘাঁটির কাছে ফের তালিবানি বিস্ফোরণ, হত ৭

নামেই শান্তিচুক্তি! মার্কিন সেনা ফিরে গেলেও রক্তপাত বন্ধ হয়নি আফগানিস্তানে। বরং স্বমেজাজে ফিরেছে তালিবানরা। একের পর এক বিস্ফোরণ হয়ে চলেছে। এবার হামলার নিশানায় আফগান গোয়েন্দা সংস্থার ঘাঁটি।

EiSamay.Com 18 May 2020, 9:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আফগান গোয়েন্দা সংস্থার ঘাঁটির অদূরে সোমবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪০। গজনির এই বিস্ফোরণের দায় স্বীকার করল তালিবানরা।
EiSamay.Com Afghan-security-personnel
স্বমেজাজে ফিরছে তালিবানরা। হামলার পর কড়া নজরদারি।


গত ফেব্রুয়ারিতে আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি সই করে তালিবানরা। চুক্তির শর্ত মোতাবেক আফগানিস্তান থেকে এই গ্রীষ্মের মধ্যেই সমস্ত সৈন্য সরিয়ে নেবে আমেরিকা। কয়েক দফায় মার্কিন সেনা ফিরেও গিয়েছে। কিন্তু, আফগানিস্তানের মাটিতে হিংসা বন্ধ হয়নি। রমজানের পবিত্র এই মাসে যখন হাজারে হাজারে মুসলিম সেখানে উপবাস করছেন, তার মধ্যে এমন হামলার নিন্দা করে আফগান সরকার।

কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রক ছাড়াও গজনির প্রাদেশিক সরকার তালিবানি হামলার খবর নিশ্চিত করেছে। আফগান পুলিশ সূত্রে খবর, গজনির জাতীয় নিরাপত্তা বাহিনী, এনডিএস-ই ছিল তালিবানি নিশানায়। ভোর সাড়ে ৪টের সময় বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলেই ৭জন নিহত হয়েছেন। আহত ৪০ জনকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন হামলার দায় স্বীকার করে নেয় তালিবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। বিগত কয়েক বছরে তালিবানরা আফগান ও বিদেশি সেনার উপর একাধিকবার এমন হামলা চালিয়েছে।

গত সপ্তাহে পড়শি প্রদেশ পাকটিয়ায় একই কায়দায় ট্রাক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তালিবানরা। নিশানা ছিল সেনা অফিস। ওই বিস্ফোরণে নিরীহ ৫ নাগরিকের মৃত্যু হয়। হামলায় জখম হয় ৪০ জন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল