অ্যাপশহর

WTF! কমোডে ভাসছে ₹৩৮ হাজার!!!

করফাঁকির অন্যতম স্বর্গরাজ্য বলে ‘বদনাম’ আগে থেকেই রয়েছে

EiSamay.Com 18 Oct 2017, 1:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করফাঁকির অন্যতম স্বর্গরাজ্য বলে ‘বদনাম’ আগে থেকেই রয়েছে। করের ক্ষেত্রে শিথিল নিয়মের জন্য কালো টাকার কারবারিদের কাছে আকর্ষণীয় গন্তব্য সুইজারল্যান্ড। যদিও এই বদনাম ঘোচাতে উদ্যোগী সে দেশের সরকার। তবে তার আগেই আরেক অস্বস্তি বাড়ল। সৌজন্যে বাথরুমের কমোড।
EiSamay.Com switzerland toilets being clogged with lots of cash
WTF! কমোডে ভাসছে ₹৩৮ হাজার!!!


সুইজারল্যান্ডের জেনেভায় UBS গ্রুপের একটি অফিসের বাথরুম থেকে উদ্ধার হল কমপক্ষে ৫০০ ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। বাথরুমের কমোড থেকে এই পরিমাণ অর্থ উদ্ধার করেছে সুইস পুলিশ।

গোটা ঘটনায় মুখ পুড়েছে জেনেভার। শুধু তাই নয়, UBS-এর জেনেভা ব্রাঞ্চের ওই অফিসের পাশাপাশি, নিকটবর্তী ৩টি রেস্তোরাঁর কমোডের থেকেও ইউরো উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিয়ে ধন্দে সুইস পুলিশও। তবে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সুইস পুলিশের মুখপাত্র। যে বিষয়টি তাঁদের ভাবাচ্ছে, তা হল সুইজারল্যান্ডে ইউরো নয়, সুইস ফ্রাঁ (Swiss franc) ব্যবহৃত হয়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল