অ্যাপশহর

ভেবেছিল prank! মাত্র হাজার ছয়েক টাকার জন্য কিমকে মারে কন্যা

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনের ভাই কিম জং-নামের খুনের ঘটনায় ধৃত অন্যতম সন্দেহভাজন ইন্দোনেশীয় মহিলা পুলিশি জেরায় স্বীকার করে, তাকে ৯০ ডলার দেওয়া হয়েছিল।

EiSamay.Com 25 Feb 2017, 8:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনের ভাই কিম জং-নামের খুনের ঘটনায় ধৃত অন্যতম সন্দেহভাজন ইন্দোনেশীয় মহিলা পুলিশি জেরায় স্বীকার করে, তাকে ৯০ ডলার দেওয়া হয়েছিল। তার আরও দাবি, এটাকে প্র্যাঙ্ক মনে করেছিল সে। তার যে এমন পরিণতি হবে, সেটা ধারণায় ছিল না।
EiSamay.Com suspect in kim jong nam attack says she got 90 for a prank
ভেবেছিল prank! মাত্র হাজার ছয়েক টাকার জন্য কিমকে মারে কন্যা


মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার যিনি ডেপুটি অ্যাম্বাসাডর, সেই অ্যান্দ্রিনো আরউইন জানিয়েছেন, মালয়েশীয় যুবতী সিতি এইসয়ার সঙ্গে তাঁর আধঘণ্টা কথা বলার সুযোগ হয়েছে। সিতি চায় না তার পরিবার তাকে এ অবস্থায় দেখুক। বাবা-মাকে তার জন্য দুশ্চিন্তা না-করে, নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলে সে।



গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালা লামপুর বিমানবন্দরে গুপ্তহত্যা করা হয় উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের ভাইকে। তদন্তকারীদের দাবি, অত্যন্ত পরিকল্পিত ভাবে গোটা ঘটনা ঘটানো হয়েছে। আক্রমণ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে প্রাণ হারান কিম নাম। ভিডিয়ো ফুটেজে দেখা যায়, কিমের ভাইয়ের পিছুনে ছিল দুই মহিলা। কিমের ভাইয়ের গালে কিছু একটা তারা লাগিয়ে দেয়। তার ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন কিমের ভাই।

বছর পঁচিশের এইসায়া এর আগে মালয়েশিয়ার পুলিশকে জানিয়েছিল, কিছু না-জেনেই সে ওই ব্যক্তির উপর হামলা চালায়। যদিও, পুলিশের দাবি, ধৃত আর এক ভিয়েতনামী মহিলার সঙ্গে জেনেবুঝেই তারা এই কাজটি করেছে। পুলিশের ধারণা, VX নার্ভ এজেন্ট দিয়েই হত্যা করা হয় কিমের ভাইকে। এটি একটি তৈলাক্ত বিষ।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল