অ্যাপশহর

হাইতিতে ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

প্রায় এক দশক বাদে ফের ভয়াবহ ভূমিকম্প হাইতিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। বেশ কিছু লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সঠিক তথ্য এখনও সামনে আসেনি। সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

EiSamay.Com 14 Aug 2021, 9:45 pm

হাইলাইটস

  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি
  • রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২
  • এমার্জেন্সি অপারেশন সেন্টারগুলি কাজ শুরু করেছে
EiSamay.Com Earthquake haiti
ভূমিকম্পের ফটো (সোশ্য়াল মিডিয়া থেকে সংগৃহীত)
এই সময় ডিজিটাল ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি শনিবার জানিয়েছে, হাইতিতে ভূমিকম্পের তীব্রতা ছিল মারাত্মক। যার জেরে বেশ কয়েকটি বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫ টা বেজে ৫৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। সেন্ট্রাল পোর্ট অ প্রিন্স এলাকা থেকে ১৬০ কিমি দূরে এই কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশগুলিতেও এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়।


প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিগুলি থেকে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে সেদেশের দক্ষিণ -পশ্চিম উপদ্বীপে স্কুল এবং বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। একাধিক বিল্ডিং এই ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়। হাইতির নাগরিকেরা সোশ্যাল মিডিয়ায় বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের ছবিও শেয়ার করেছেন। একটি গির্জাও ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়।

হাইতির Civil Protection-এর ডিরেক্টর জেরি চ্যান্ডলার সংবাদসংস্থাকে জানিয়েছেন, 'নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু কোনও সঠিক তথ্য নেই'। তিনি জানিয়েছেন, দেশের এমার্জেন্সি অপারেশন সেন্টারগুলি কাজ করছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বিষয়টি দেখছেন।

উল্লেখ্য, প্রায় ১১ বছর আগে ২০১০ সালে জানুয়ারিতে ৭.০ রিখটার স্তেলের একটি কম্পনে পোর্ট-অ-প্রিন্স এবং আশেপাশের একাধিক শহর প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সেই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছিল দু'লাখেরও বেশি মানুষের।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল