অ্যাপশহর

সফল উৎক্ষেপণ 'স্পেসএক্স'-এর

উৎক্ষেপণ সফল 'স্পেসএক্স'-এর। ফলে সবকিছু পরিকল্পনামাফিক গেলে আগামী গ্রীষ্মেই ফের মহাকাশে নভোশ্চর পাঠাতে পারবে আমেরিকা। শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা হয় 'ক্রু ড্র্যাগন' ক্যাপসুল।

EiSamay.Com 3 Mar 2019, 4:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণ সফল 'স্পেসএক্স'-এর। ফলে সবকিছু পরিকল্পনামাফিক গেলে আগামী গ্রীষ্মেই ফের মহাকাশে নভোশ্চর পাঠাতে পারবে আমেরিকা। শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে রওনা হয় 'ক্রু ড্র্যাগন' ক্যাপসুল। ফ্যালকন-৯ রকেটে চড়ে রওনা হওয়া এই মহাকাশযানে এ বার কোনও নভোশ্চর ছিলেন না।
EiSamay.Com 16-1


এটা মূলত পরীক্ষামূলক উড়ান ছিল। আজ এটির আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে পৌঁছনোর কথা। পরের উড়ানেই 'ক্রু ড্র্যাগন' নিয়ে যাবে মার্কিন নভোশ্চরদের। নাসার মহাকাশযানরা 'অবসর' নেওয়ায় ২০১১ থেকে মহাকাশে নভোশ্চর পাঠানো বন্ধ রাখতে হয়েছিল আমেরিকাকে। এর জন্য রাশিয়া-সহ অন্য দেশগুলির উপর নির্ভরশীল ছিল তারা।

পরের খবর