অ্যাপশহর

ঢাকার বুড়িগঙ্গায় নৌকোডুবি, নিখোঁজ ৬

নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শাহজালাল নামে এক ব্যক্তি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীর চর থেকে নৌকায় সদরঘাটে এসেছিলেন। সুরভী নামে একটি লঞ্চ যাওয়ার সময়, ঢেউয়ের তোড়ে নৌকোটি ডুবে যায়।

EiSamay.Com 8 Mar 2019, 12:31 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকো ডুবে ৬ জন নিখোঁজ। এর মধ্যে এক পরিবারের পাঁচ জন রয়েছেন। সূত্রের খবর, রাত ১০টা নাগাদ একটি লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময়, তার ঢেউয়ের তোড়ে নৌকাটি পালটি খেয়ে ডুবে যায়।
EiSamay.Com buriganga-river-nwb 1


নৌ-পুলিশের সদরঘাট ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শাহজালাল নামে এক ব্যক্তি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কামরাঙ্গীর চর থেকে নৌকায় সদরঘাটে এসেছিলেন। সুরভী নামে একটি লঞ্চ যাওয়ার সময়, ঢেউয়ের তোড়ে নৌকোটি ডুবে যায়।

শাহজালালের স্ত্রী-সন্তান সহ পরিবারের পাঁচ জনের হদিশ মেলেনি। তবে, শাহজালালকে উদ্ধার করে, হাসপাতালে ভরতি করানো হয়েছে। বাকিদের খোঁজে ডুবুরি নেমেছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল