অ্যাপশহর

লাস ভেগাসের হামলায় মৃত বেড়ে ৫৯, আহত ছাড়াল ৫০০

আমেরিকার লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন।

EiSamay.Com 3 Oct 2017, 9:08 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকার লাস ভেগাসে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। একটি মিউজিক কনসার্ট চলাকালীন পাশের রিসর্টের ৩২ তলায় লুকিয়ে স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েক জনের। অনেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
EiSamay.Com shooting in las vegas at least 20 dead
লাস ভেগাসের হামলায় মৃত বেড়ে ৫৯, আহত ছাড়াল ৫০০


Shooting in Las Vegas. People fleeing (video from the Mandalay Bay hotel) pic.twitter.com/hs98J5uK6T — Eiki Hrafnsson (@EirikurH) October 2, 2017
প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় রবিবার রাত ১০টা নাগাদ বন্দুকবাজ একাই হোটেলের ঘরের জানালা থেকে কনসার্টে যোগ দিতে আসা দর্শকদের লক্ষ্য করে ক্রমাগত গুলি ছড়তে থাকে। অনেকেই প্রথমে বুঝে উঠতে বুঝতে পারেননি, আওয়াজটা আসলে কিসের। অনেকে মনে করেছিলেন কনসার্ট উপলক্ষে আতসবাজি পোড়ানো হচ্ছে। তবে মুহূর্তের মধ্যে ভুল ভাঙে সকলের। ঘটনাস্থল ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সে সময়ও পায়ের চাপে বেশ কয়েক জন আহত হন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আততায়ীকে লক্ষ্য করে। হোটেলের ঘরের দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করতে গেলে পলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে আততায়ী। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। ২ অফিসার আহত হন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মারিলু ড্যানলি। মনে করা হচ্ছে, ড্যানলি-র আরও এক সঙ্গী ছিল। দু’টি গাড়িতে করে তারা এসেছিল বলে দাবি করেছে পুলিশ। তাতে নেভাডা-র নম্বর প্লেট লাগানো রয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল