অ্যাপশহর

লকডাউনে এত চিৎকার কেন, মেজাজ হারিয়ে ৫ পড়শিকে সটান গুলি

এক খ্যাপাটে যুবকের কীর্তি। জোরে কথায় মেজাজ হারিয়ে প্রতিবেশীদের তাক করে গুলি। ঘটনাস্থলেই নিতহ ৫ জন।তাঁদের একজন আবার মহিলা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।

EiSamay.Com 7 Apr 2020, 6:48 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, ইতালি থেকে ইরান কিংবা পাকিস্তান থেকে ফিলিপিন্স-- ঋকরোনার জেরে গোটা দুনিয়ার প্রায় সর্বত্র লাগাতার লকডাউন চলছে। তার মধ্যেই দুঃখজনক ঘটনা ঘটে গেল রাশিয়ায়। অতি সামান্য কারণে ৫ জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতারও করেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম রাশিয়ার রায়াজান অঞ্চলে, ইয়েলাতমার গ্রামে।
EiSamay.Com unnamed


সংবাদ সংস্থা সূত্রে খবর, লকডাউনের মধ্যে কয়েক জন ওই ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন। শুনশান রাস্তায় অমন কোলাহলে, মেজাজ সপ্তমে চড়ে ওই ব্যক্তির। ঘর থেকে বন্দুক বের করে, সটান চলিয়ে দেন। হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধদের মৃত বলে ঘোষণা করা হয়।

সংবাদ সংস্থা সিএনএন সূত্রে খবর, অভিযুক্ত বন্দুকবাজ আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১)কে খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রী স্থানীয় এক হাসপাতালের ডাক্তার। স্বামীর এহেন কাণ্ডকারখানা তাঁকেও অবাক করেছে!

পুলিশ জানিয়েছে, নিহতরা ছিলেন ওই ব্যক্তিরই প্রতিবেশী। ওই পাঁচ জন তারস্বরে চিত্কার করে কথা বললে, ফ্রাঞ্চিকভ তাঁদের চুপ করতে বলে। ওই প্রতিবেশীরা সেই আপত্তিতে কর্ণপাত না-করায়, ঘরে থাকা লাইসেন্সড লোডেড বন্দুক এনে, চালিয়ে দেয় সে। পুলিশের দাবি, জেরায় নিজের দোষ কবুল করেছে সে। অবশ্য পুলিশকে সে জানিয়েছে, আত্মরক্ষার্থেই তাকে গুলি চালাতে হয়েছিল। রাশিয়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল