অ্যাপশহর

​'কাশ্মীরে জিহাদ চালাতে লাদেনের থেকে টাকা নিয়েছিলেন শরিফ'!

কাশ্মীর ও আফগানিস্তানে জিহাদ প্রোমোট করতে আল কায়েদা প্রধানের থেকে দেড়শো কোটি টাকা নিয়েছিলেন শরিফ।

EiSamay.Com 9 May 2017, 7:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে 'জিহাদ' চালানোর জন্য ওসামা বিন লাদেনের থেকে মোটা অর্থ নিয়েছিলেন নওয়াজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ করলেন দেশের বিরোধী দলনেতা ইমরান খান। এই অভিযোগে নোয়াজ শরিফের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন ইমরান।
EiSamay.Com sharif took money from osama for kashmir jihad
​'কাশ্মীরে জিহাদ চালাতে লাদেনের থেকে টাকা নিয়েছিলেন শরিফ'!


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের অভিযোগ, নওয়াজ শরিফ পুরোদস্তুর দুর্নীতিগ্রস্থ। কাশ্মীরে সন্ত্রাস চালাতে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের থেকে টাকা নিয়েছিলেন শরিফ। তাঁর উদ্দেশ্য ছিল, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে তোলা। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর রিপোর্ট অনুযায়ী, শরিফের বিরুদ্ধে দুর্নীতি ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের মামলা দায়ের করছে ইমরানের দল।

ইমরানের দাবি, কাশ্মীর ও আফগানিস্তানে জিহাদ প্রোমোট করতে আল কায়েদা প্রধানের থেকে দেড়শো কোটি টাকা নিয়েছিলেন শরিফ। ওই টাকারই খানিকটা অংশ ১৯৮৯ সালে ভুট্টোর বিরুদ্ধে অনাস্থা ভোটের সমর্থন কুড়োতে খরচ করা হয়েছিল।

স্টোরিটি ইংরেজিতে পড়তে Click করুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল