অ্যাপশহর

সেলফি তোলার হিড়িকে প্রাণ গেল ১২৬ বছরের বৃদ্ধ রাজার

সেলফির ঠেলায় ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক মুর্তি। পর্তুগালের এই ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

EiSamay.Com 6 May 2016, 5:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সেলফির ঠেলায় ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক মুর্তি। পর্তুগালের এই ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
EiSamay.Com selfie gone wrong fells 126 year old statue of portuguese king
সেলফি তোলার হিড়িকে প্রাণ গেল ১২৬ বছরের বৃদ্ধ রাজার


পর্তুগালের সেন্ট্রাল লিসবনে রোশিও রেল স্টেশনের ঠিক বাইরেই ছিল ১২৬ বছরের পুরনো ডোম সেবাস্তিওর মুর্তি। মুর্তির পাদানিতে উঠে সেলফি তোলার চেষ্টা করে এক ব্যক্তি। হঠাত্‍ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১৭'শ শতাব্দীতে তৈরি ডোম সোবাস্তিরও মুর্তি। ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালানোর চেষ্টা করলেও, স্ট্যাচু ভেঙে পড়ার শব্দে সেখানে হাজির হয় পুলিশ। দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পেশ করা হবে।

এই সেই মুর্তি। ভেঙে পড়ার আগে।
পর্তুগিজের ইতিহাসে এক করুণ চরিত্র ডোম সেবাস্তিও। ১৫৫৭ থেকে ১৫৭৮ পর্যন্ত তিনি পর্তুগালে রাজত্ব করেন। মাত্র ২৪ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তাঁর। তবে তাঁর মৃতদেহ ঠিকমতো চিহ্নিত করা যায়নি। পর্তুগালে লোকমুখে রটে যায় যে দেশের চরম দুর্দশার সময় ডোম সেবাস্তিও এসে পর্তুগালকে রক্ষা করবেন।

কিন্তু সেলফির অত্যাচার থেকে তিনিও নিজেকে রক্ষা করতে পারলেন না!

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল