অ্যাপশহর

এবার স্পোর্টস স্টেডিয়ামেও ঢুকতে পারবেন সৌদির মহিলারা

এবার থেকে স্পোর্টস স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন মহিলারাও। আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল সৌদি আরব।

EiSamay.Com 30 Oct 2017, 12:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার থেকে স্পোর্টস স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন মহিলারাও। আরও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল সৌদি আরব। কিছুদিন আগেই মহিলাদের গাড়ির চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এই দেশ। এবার স্পোর্টস স্টেডিয়ামে মেয়েদের ছাড়পত্র দিয়ে ক্রাউন্স প্রিন্স মহম্মদ বিন সলমন যে আধুনিক সৌদির প্রতিশ্রুতি দিয়েছেন, সে পথেই আরও একধাপ এগোল এই দেশ।
EiSamay.Com saudi arabia to allow women into sports stadiums as reform push intensifies
এবার স্পোর্টস স্টেডিয়ামেও ঢুকতে পারবেন সৌদির মহিলারা


সৌদি আরবে মেয়েদের ওপর বিধিনিষেধ অত্যন্ত কড়া। মেয়েদের সমানাধিকারের প্রশ্নে এখনও বহু বছর পিছিয়ে এই দেশ। পুরুষ অভিভাবক ছাড়া রাস্তাতেও বেরোতে পারেন না এখানকার মেয়েরা। এমনকি পড়াশোনা করতেও পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন। সৌদিকে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে কিছুদিন আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মহম্মদ বিন সলমন। নিজের কথা রেখেই এবার মহিলাদের স্পোর্টস স্টেডিয়ামে ঢোকার অনুমতি দিলেন তিনি।

রিয়াধ, জেড্ডা এবং দাম্মামের তিনটি স্টেডিয়ামে পরিবারের বসার জন্য পৃথক ব্যবস্থা করা হবে। সেখানে রেস্তোঁরা, কাফে এবং ভিডিও স্ক্রিন থাকবে। ২০১৮-র গোড়া থেকেই এই তিনটি স্টেডিয়াম মহিলাদের জন্য খুলে দেওয়া হবে। তবে এই সিদ্ধান্তের কারণে বিরোধিতার মুখেও পড়তে হতে পারে মহম্মদ বিন সলমনকে। মহিলাদের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই নাক কুঁচকেছেন প্রাচীনপন্থী অনেকেই। এমনকি সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল সাইটেও।


# Saudi Arabia will allow women into sports stadiums for the first time from next year, authorities said Sunday, in a landmark move opening up three previously male-only venues to families.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল