অ্যাপশহর

সৌদিতে মেয়েরা এবার গাড়ির স্টিয়ারিংয়েও, উঠল ফতোয়া

নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে রাজা নিজেই দিলেন অবাধ ছাড়পত্র!

EiSamay.Com 27 Sep 2017, 6:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে রাজা নিজেই দিলেন অবাধ ছাড়পত্র! তাই কয়েক ঘণ্টা আগে অবধি সৌদি মেয়েদের জন্য যা ছিল নিষিদ্ধ তালিকাভুক্ত, রাতারাতি তাতেই বৈধতার রাজকীয় সিলমোহর পড়ল। গাড়ির চালকের আসনে বসতে আর কোনও বিধিনিষেধ সরকারি ভাবে রইল না।
EiSamay.Com saudi arabia lifts ban on womens driving
সৌদিতে মেয়েরা এবার গাড়ির স্টিয়ারিংয়েও, উঠল ফতোয়া


সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ২০১৮ সালের ২৪ জুন থেকে নয়া নিয়ম কার্যকর হতে চলেছে।

সৌদি আরবই ছিল বিশ্বের এক এবং একমাত্র দেশ, যেখানে আরও অনেক কিছুর সঙ্গেই মেয়েদের গাড়ি চালানোতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেখানকার মেয়েরা। এই বিধিনিষেধের বিরোধিতা করে দীর্ঘসময় ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এ ধরনের নিষেধাজ্ঞা আদতে মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ।

সৌদি রাজা সলমনের হুকুমনামায় মেয়েদের মতই মান্যতা পেল। মঙ্গলবারই তিনি 'রয়াল ডিক্রি' জারি করে মেয়েদের গাড়ি চালানোয় অনুমতি দেন। সৌদি সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে আমেরিকা।

এর আগে গত ২৪ সেপ্টেম্বরই প্রথমবারের জন্য সৌদি মেয়েদের স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, দেশের ৮৭তম বার্ষিকীর অনুষ্ঠানে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল