অ্যাপশহর

মাথায় হেলমেট থাকলেই উপহার, সান্তার হাত ধরে নিরাপত্তা সচেতনতা গোয়ায়

বড়দিনের উদযাপনে পথে নেমে পড়েছে গোয়ার ট্রাফিক। ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে অনন্য পদক্ষেপে নেওয়া হয়েছে গোয়ার ট্রাফিকের তরফ থেকে। মঙ্গলবার দেখা গিয়েছে সান্তা সেজে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন মেনে চললেই মিলছে মিষ্টি ও নানান উপহার। বাইক চালকদের মাথায় হেলমেট থাকলে মিলছে সান্তা গিফট।

EiSamay.Com 25 Dec 2019, 8:46 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বড়দিনে মতেছে গোটা বিশ্ব। ক্রিসমাস ইভ উপলক্ষ্যে আলোয়, হাসির কলরবে সান্তা ক্লজের সঙ্গে মজেছে বিভিন্ন শহর। কেকের কামড়ের সঙ্গে চলছে বড়দিন উৎযাপন। যীশুর জন্মদিন। মঙ্গলবার রাত থেকে চার্চে চার্চে চলছে প্রার্থণা। গোটা দেশজুড়েই একই ছবি।
EiSamay.Com পথনিরাপত্তা সচেতনতা
পথনিরাপত্তা সচেতনতা



এরই মাঝে বড়দিনের উদযাপনে পথে নেমে পড়েছে গোয়ার ট্রাফিক। ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে অনন্য পদক্ষেপে নেওয়া হয়েছে গোয়ার ট্রাফিকের তরফ থেকে। মঙ্গলবার দেখা গিয়েছে সান্তা সেজে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন মেনে চললেই মিলছে মিষ্টি ও নানান উপহার। বাইক চালকদের মাথায় হেলমেট থাকলে মিলছে সান্তা গিফট। সেই সঙ্গে হেলমেটহীন মোটরসাইকেল চালকদের হাতে তুলে দেওয়া হল চালানের বদলে লজেন্স এবং সচেতনতার বার্তা। গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগানো আবশ্যক এমন বারতা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিনের এই ট্রাফিক সচেতনতার এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর। তিনি জানিয়েছেন, ট্রাফিক লঙ্ঘনকারীদের সুরক্ষা সম্পর্কে বারতা দেওয়া হয়েছে। ট্রাফিক সচেতনতা বাড়ানোর জন্য এই রকমের উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে।

আরও পড়ুন: দেশজুড়ে অশান্তির মাঝে বুকভরা অক্সিজেন পার্ক স্ট্রিটে

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল